Advertisement
Advertisement

Breaking News

Jyotipriya Mallick

‘রাস্তায় দাঁড়িয়ে সাদা কাগজে সই’, জ্যোতিপ্রিয়র ‘গোপন কথা’ ফাঁস পরিচারকের

জ্যোতিপ্রিয়র নাম করেই কেউ বা কারা তাঁকে সই করান, জানান রামস্বরূপ।

Ration scam: Jyotipriya Mallick's servant opens up after quizzed by ED | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 11, 2023 4:02 pm
  • Updated:November 11, 2023 4:08 pm  

বিধান নস্কর, দমদম: ইডির স্ক্যানারে এবার রেশন দুর্নীতি (Ration Scam) কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের  (Jyotipriya Mallick) পরিচারক রামস্বরূপ শর্মা। শনিবার দুপুর তাঁকে সল্টলেকের ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়। এখানেই ১৩ তারিখ পর্যন্ত ইডি হেফাজতে রয়েছেন মন্ত্রী। সেখানে তাঁকে দেখে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি প্রথমে জ্যোতিপ্রিয়র খাবার নিয়ে এসেছেন বলে দাবি করলেও পরে প্রশ্নের মুখে বিস্ফোরক কথাবার্তা বললেন রামস্বরূপ। বলা যায়, মন্ত্রীর বেশ কিছু ‘গোপন কথা’ই প্রকাশ করে দিলেন তিনি।

শনিবার দুপুরে ইডি (ED) দপ্তরে যান রামস্বরূপ শর্মা। কিছুক্ষণ পর বেরিয়েও আসেন। সেখানে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে সমস্তই ফাঁস করেন। তিনি জানান, কেষ্টপুরে ফ্ল্যাট কেনার জন্য লকডাউনের আগে ‘সাহেব’ জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে ঋণ নিয়েছিলেন। তার মধ্যে ৫ লক্ষ টাকা শোধও করেছেন। বাকি টাকা মাসে মাসে শোধ করছেন। তবে সংস্থার বিষয়ে তিনি কিছুই জানেন না।

Advertisement

[আরও পড়ুন: দিওয়ালিতে কাশ্মীর সীমান্তে জওয়ানদের সঙ্গে মোদি!]

উল্লেখ্য, এর আগে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করে ইডির হাতে তথ্য এসেছিল যে মন্ত্রী নিজের স্ত্রী, মেয়ে ছাড়াও বাড়ির পরিচারককে বিভিন্ন সংস্থার ডিরেক্টর পদে বসিয়েছিলেন। কালো টাকা সাদা করতে এই পন্থাই তিনি অবলম্বন করেছিলেন বলে তদন্তকারীদের জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা। সেই তথ্যের ভিত্তিতে রামস্বরূপকে সংস্থার বিষয়ে জিজ্ঞাসা করা হয়। তবে তিনি সেসবের কিছু জানেন না বলে দাবি করেন।

[আরও পড়ুন: ‘এজেন্সির সঙ্গে লড়তে গেলে নিজেকে ঠিক রাখতে হবে’, তৃণমূলকে ‘পাঠ’ অর্জুনের]

তবে এর পর তিনি যা বলেন, তা যথেষ্ট বিস্ফোরক। রামস্বরূপের কথায়, ”আমার কাছ থেকে সাদা কাগজে সই করিয়েছিল আমি করেছিলাম। যারা এসেছিল, তাদের চিনি না। সাহেবের নাম করে বলেছিল, সই করে দিতে। অনেক বছর আগে এসেছিল। সইটা উল্টোডাঙা দিকে রাস্তায় দাঁড়িয়ে করিয়েছিল। বলেছিল, সাহেব পাঠিয়েছে, এটা তোমায় সই করে দিতে হবে।”

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement