Advertisement
Advertisement
Ration Scam-ED

রেশন দুর্নীতি: নজরে শংকর আঢ্যর লেনদেন, কলকাতার ৪ জায়গায় হানা ইডির

বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছেন।

Ration Scam: ED raids in four places in Kolkata and Salt Lake related to arrested Sankar Adhya | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:January 15, 2024 12:39 pm
  • Updated:January 15, 2024 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেশন দুর্নীতির (Ration Scam) কিনারা করতে এবার ইডির নজরে ধৃত শংকর আঢ্য। তাঁর আর্থিক লেনদেন সংক্রান্ত নথি খুঁজতে সোমবার কলকাতার ৪ জায়গায় একযোগে তল্লাাশি শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধর্মতলা এলাকার চৌরঙ্গী লেন, কলিন স্ট্রিট, তালতলা ছাড়াও সল্টলেকের সেক্টর ফাইভে শংকর আঢ্যর চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসেও ইডি (ED) আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন সকাল থেকে। অফিসের সমস্ত নথিপত্র ঘেঁটে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। ধর্মতলা এলাকার মারকুইস স্ট্রিটের ‘আঢ্য ফোরেক্স প্রাইভেট লিমিটেড’-এর বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রের অফিসে যান ইডির আধিকারিকরা। ১১২, কলিন স্ট্রিটের কাছেই একটি হোটেলের বিল্ডিংয়ে এই অফিস।

মারকুইস স্ট্রিটে শংকর আঢ্যর অফিসে ইডি অভিযান। নিজস্ব চিত্র।

১১এ, চৌরঙ্গী লেন। এই ঠিকানায় ‘এসআর আঢ্য ফিনান্স প্রাইভেট লিমিটেড’ নামে এক সংস্থায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। এটি বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্যর (Shankar Adhya) অফিস বলেই মনে করা হচ্ছে। এছাড়া কলিন স্ট্রিটেও তাঁর কার্যালয় রয়েছে। পাশাপাশি সল্টলেক (Salt Lake) সেক্টর ফাইভে শংকর আঢ্যর হিসাবরক্ষক অরবিন্দ সিংয়ের অফিস। সেখানেও এদিন তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। এখানেই গুরুত্বপূর্ণ নথি মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। আর এসবই রেশন দুর্নীতি সংক্রান্ত মামলায় তদন্তে আরও গতি এনে দিতে পারে বলে আশা।

Advertisement

[আরও পড়ুন: ক্রমশ দেশজুড়ে দাপট বাড়ছে করোনার, বাংলায় JN.1 আক্রান্ত ৯৬]

রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতা ও বেআইনি লেনদেনের সঙ্গে জড়িত সন্দেহে বনগাঁর বাড়ি থেকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্যকে। তিনি রেশন দুর্নীতি এবং এলাকার একাধিক বেআইনি লেনদেন, সীমান্তে বেআইনিভাবে মুদ্রা বিনিময় বা ফোরেক্স ব্যবসার সঙ্গে যুক্ত বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন শংকরবাবু। তাঁর সেই দাবির সত্যতা কতটা, তা জানতেই আজ তাঁর অফিসে তল্লাশি চালিয়েছে ইডি, এমনই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: বিদ্যুতের বিল বাঁচাতে অভিনব চুরি! কায়দা জানলে চমকে যাবেন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement