দিশা ইসলাম, বিধাননগর: রেশন দুর্নীতি মামলার জাল গুটিয়ে আনতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারই মধ্যে নতুন করে গ্রেপ্তারি। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতিতে (Ration Scam) প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যোগসূত্রে তিনজন চালকল মালিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাঁদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে ইডি। তজানা গিয়েছে, ধৃত তিনজনের চালকলের মাধ্যমে বেআইনিভাবে রেশন সামগ্রী বিক্রি করা হতো।
ইডি সূত্রে জানা যাচ্ছে, হেফাজতে জ্যোতিপ্রিয় মল্লিককে বারবার জেরা করে এই তিন চালকল মালিক সম্পর্কে তথ্য মেলে। আরও জানা যায়, প্রাক্তন মন্ত্রীর সঙ্গে যোগসাজশে বছরের পর বছর ধরে এখান থেকে বেআইনি উপায়ে রেশন সামগ্রী বিক্রি করা হতো। যার মুনাফা লুটতেন এই তিনজন। তাঁদের চালকলে তল্লাশি চালিয়ে ইডি বেশ কিছু নথি উদ্ধার করে। তার ভিত্তিতে এই তিনজনকে সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে, ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল। গভীর রাত পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তদন্তকারীদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারায় তাঁদের গ্রেপ্তার করে ইডি। আজ তিনজনকেই আদালতে পেশ করা হবে। এঁরা হলেন সুব্রত ঘোষ, শান্তনু ভট্টাচার্য, যিনি জ্য়োতিপ্রিয়র হিসেবরক্ষ এবং হিতেশ ছন্দক।
রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে বেশ কয়েকজন জামিনে মুক্ত হয়েছেন। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান, তৃণমূল নেতা শংকর আঢ্যর জামিন মিলেছে। জ্যোতিপ্রিয় মল্লিকও বারবার জামিনের আবেদন জানিয়েছেন। তবে এই দুর্নীতিতে ইডি তাঁকেই ‘রিং মাস্টার’ বলে অভিহিত করেছে। গত সপ্তাহে এই সংক্রান্ত শুনানিতে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী জানিয়েছিলেন, ‘জ্যোতিপ্রিয় দুর্নীতির গঙ্গাসাগর।’ ফলে তাঁকে জামিন দিলে দুর্নীতির জাল গুটিয়ে আনার ক্ষেত্রে প্রভাব পড়তে পারে বলে সওয়াল করে ইডি। তাদের ধারণা, রেশন বণ্টন দুর্নীতির শিকড় অনেক গভীরে এবং তার নেপথ্যে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.