Advertisement
Advertisement

Breaking News

Ration Scam

১১ নভেম্বর পর্যন্ত জেলে বাকিবুর, মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ককেও জিজ্ঞাসাবাদ

মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়কের বাড়িতে মিলেছিল মেরুন ডায়রি।

Ration Scam: Bakibur Rahaman sent to jail up to 11 November | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 28, 2023 4:02 pm
  • Updated:October 28, 2023 4:48 pm

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: জামিনের আবেদন খারিজ। আপাতত জেল হেফাজতে রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমান। আগামী ১১ নভেম্বর পর্যন্ত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ব্য়াঙ্কশাল আদালতের বিচারক। জেলে গিয়ে বাকিবুরকে জেরা করতে পারবে ইডি। জেলে বৈদ্যুতিন যন্ত্রপাতি নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে ইডি।

প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে ছাড়াও তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসকেও শনিবার তলব করেছে ইডি। উল্লেখ্য, তাঁর হাওড়ার ব্যাটরার বাড়ি থেকে একটি মেরুন ডায়রি মিলেছিল। তাতে রয়েছে কোটি-কোটি টাকা লেনদেনের হিসেব। মনে করা হচ্ছে, তা নিয়েই এদিন অভিজিৎ দাসকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা।

Advertisement

[আরও পড়ুন: জমি হারাচ্ছে বামেরা? পুজোয় নিজেদের স্টল গুটিয়ে এসইউসির বই কিনল সিপিএম]

এদিন আদালতে বাকিবুরের আইনজীবী সওয়াল করেন, কোনও এফআইআরে তাঁর মক্কেলের নাম নেই। মিল থেকে বস্তা গিয়েছিল ডিস্ট্রিবিউটরের কাছে। বাকিবুকের কাছ থেকে কী পাওয়া গিয়েছে, জানতে চান তাঁর আইনজীবী। যারা মূল দোষী, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে? প্রশ্ন ছোঁড়েন বাকিবুরের আইনজীবী। পালটা ইডি দাবি করে, প্রদীপ নামে যে দোকানে অভিযান চালানো হয়েছিল, সেখানে থেকেই বাকিবুরের বিরুদ্ধে তথ্য প্রমাণ মিলেছে। শেষে বাকিবুরের জামিনের  

এদিকে জ্য়োতিপ্রিয় মল্লিক সুস্থ হলে তাঁকে কমান্ড হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন বিচারক। এদিন সেই আবেদনের বিরোধিতা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, দেশের রক্ষক সেনা এবং তাঁদের পরিবারের চিকিৎসার দায়িত্ব সামলায় কমান্ড হাসপাতাল। শুধু রাজ্য নয়, উত্তর পূর্বের একাধিক রাজ্যের জওয়ান ও তাঁদের পরিবারের চিকিৎসার দায়িত্ব রয়েছে এই হাসপাতালের উপর। তাই প্রাক্তন মন্ত্রীর চিকিৎসার দায়িত্ব তারা নিতে পারবে না। কিন্তু তাদের আর্জি খারিজ হয়ে যায় আদালতে। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবে হাসপাতাল। 

[আরও পড়ুন: পাঁচ সঙ্গী-সহ অবসরগ্রহণ ‘খুশি’র, ডগ স্কোয়াডের জন্য সারমেয় শাবক কিনবে কলকাতা পুলিশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement