অর্ণব আইচ ও নিরুফা খাতুন: জামিনের আবেদন খারিজ। আপাতত জেল হেফাজতে রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমান। আগামী ১১ নভেম্বর পর্যন্ত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ব্য়াঙ্কশাল আদালতের বিচারক। জেলে গিয়ে বাকিবুরকে জেরা করতে পারবে ইডি। জেলে বৈদ্যুতিন যন্ত্রপাতি নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে ইডি।
প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে ছাড়াও তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসকেও শনিবার তলব করেছে ইডি। উল্লেখ্য, তাঁর হাওড়ার ব্যাটরার বাড়ি থেকে একটি মেরুন ডায়রি মিলেছিল। তাতে রয়েছে কোটি-কোটি টাকা লেনদেনের হিসেব। মনে করা হচ্ছে, তা নিয়েই এদিন অভিজিৎ দাসকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা।
এদিন আদালতে বাকিবুরের আইনজীবী সওয়াল করেন, কোনও এফআইআরে তাঁর মক্কেলের নাম নেই। মিল থেকে বস্তা গিয়েছিল ডিস্ট্রিবিউটরের কাছে। বাকিবুকের কাছ থেকে কী পাওয়া গিয়েছে, জানতে চান তাঁর আইনজীবী। যারা মূল দোষী, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে? প্রশ্ন ছোঁড়েন বাকিবুরের আইনজীবী। পালটা ইডি দাবি করে, প্রদীপ নামে যে দোকানে অভিযান চালানো হয়েছিল, সেখানে থেকেই বাকিবুরের বিরুদ্ধে তথ্য প্রমাণ মিলেছে। শেষে বাকিবুরের জামিনের
এদিকে জ্য়োতিপ্রিয় মল্লিক সুস্থ হলে তাঁকে কমান্ড হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন বিচারক। এদিন সেই আবেদনের বিরোধিতা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, দেশের রক্ষক সেনা এবং তাঁদের পরিবারের চিকিৎসার দায়িত্ব সামলায় কমান্ড হাসপাতাল। শুধু রাজ্য নয়, উত্তর পূর্বের একাধিক রাজ্যের জওয়ান ও তাঁদের পরিবারের চিকিৎসার দায়িত্ব রয়েছে এই হাসপাতালের উপর। তাই প্রাক্তন মন্ত্রীর চিকিৎসার দায়িত্ব তারা নিতে পারবে না। কিন্তু তাদের আর্জি খারিজ হয়ে যায় আদালতে। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবে হাসপাতাল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.