Advertisement
Advertisement
Painting

অনন্য প্রতিভা কলকাতা হাই কোর্টের কর্মীর! ছবি তুলে জাতীয় স্তরে জিতলেন সেরার পুরস্কার

ভরা এজলাসে কর্মীর কৃতিত্বের কথা জানতে পেরে প্রশংসায় ভরিয়ে দিলেন বিচারপতি হরিশ ট্যান্ডন।

Rare talent of an employee of Kolkata High Court received Best Photographer Award in all India competition | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:May 8, 2022 2:26 pm
  • Updated:May 8, 2022 9:49 pm  

গোবিন্দ রায়: সারাদিন আইনের কচকচানি আর কাগজ-কলমের ঘষঘষানির বাইরে বেরিয়ে আদালতের এক কর্মী যে প্রতিভার পরিচয় দিলেন, তা দেখে অবাক স্বয়ং বিচারপতি। তাঁরই এজলাসের কর্মী (কোর্ট নং – ৪) যে সম্প্রতি শখের ফটোগ্রাফি করে জাতীয় স্তরে শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছেন, তা জানতেনই না কলকাতা হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি হরিশ ট্যান্ডন। ভরা এজলাসে আদালত কর্মী দেবদত্ত চক্রবর্তীর কথা বলেন এক আইনজীবী। আর তাতেই একেবারে বিস্মিত বিচারপতি। জানালেন, “আমাদের মধ্যে বসে আছেন এমন বহুরূপী প্রতিভাবান মানুষ! এ তো জানাই ছিল না।”

দেবদত্ত চক্রবর্তী পেশায় আদালত কর্মী। নেশায় একজন ফটোগ্রাফার (Photographer)। সময়-সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ছবির খোঁজে। সেই নেশাই যে তাঁকে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছে দেবেন, তা কখনওই ভাবেননি কলকাতা হাই কোর্টের ৪ নং এজলাসের কোর্ট কো-অর্ডিনেটর দেবদত্ত। তাঁর ক্যামেরার লেন্সে বহু ছবিই জীবন্ত হয়ে ফুটে উঠেছে। যা বহু মানুষের প্রশংসাও কুড়িয়েছে। কিন্তু সম্প্রতি ফুড ফটোগ্রাফিতে তাঁর তোলা কাবাবের ছবি শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে।

Advertisement

[আরও পড়ুন: বিধানসভার মূল ফটকে খালিস্তানের পতাকা, পাঁচিলে স্লোগান, চাঞ্চল্য হিমাচল প্রদেশে]

‘পিংক লেডি ফুড ফটোগ্রাফার’ প্রতিযোগিতায় পৃথিবীর ৬০ টি দেশ থেকে প্রায় ১০০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে দেবদত্তর এই ছবিটি সেরার তকমা কেড়ে নিয়েছে। ছবিটিতে একজন কাশ্মীরের শ্রীনগরে (Srinagar) ফুটপাতের খাবার বিক্রেতাকে দেখা যাচ্ছে কাবাব তৈরি করতে। দেখা যাচ্ছে, তিনি যখন কাবাব তৈরি করছেন চারকোলের ধোঁয়ায় বিশেষত্ব পায়। সেখানে একটি বিশেষ আলোর আবহ তৈরি করেছে। তাই শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

হাই কোর্টের ৪ নম্বর এজলাসে চলছিল তখন ডিএ (DA) মামলার শুনানি চলছে। ভিড়ে ঠাসা এজলাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বিচারপতির উদ্দেশে বলেন, “আমাদের মধ্যে থেকে একজন জাতীয় পুরস্কার এনেছেন, আপনি কি সেটা জানেন?” অবাক হয়ে বিচারপতি ট্যান্ডন জিজ্ঞাসা করেন, “তিনি কে?” জানতে পারেন, বিচারপতির আসনের সামনেই রোজ বসে যিনি কোর্ট কো-অর্ডিনেটরের কাজ করেন, সেই দেবদত্ত চক্রবর্তীই জাতীয় পুরস্কার বিজয়ী। তা শুনে আর চুপ করে থাকতে পারেননি স্বয়ং বিচারপতি। ভরা এজলাসেই তাঁর তোলা ছবি দেখতে চাইলেন। তাঁর তোলা ছবি দেখে রীতিমতো স্তম্ভিত হলেন বিচারক।

[আরও পড়ুন: সমকামী সম্পর্ক থেকে মুক্তি পেতে ‘খুন’? বারাকপুরে বান্ধবীর বাড়িতেই উদ্ধার তরুণীর দগ্ধ দেহ]

দেবদত্ত চক্রবর্তী জানালেন, নিজেকে একটা গণ্ডির মধ্যে ধরে রাখতে চান না, তাই এই ছবি তোলার শখ। একবার হাই কোর্টের তৎকালীন বিচারপতি নিশীথা মাত্রেও তাঁর এই প্রতিভার জন্য তাঁকে ছুটি দিয়েছিলেন। দেবদত্ত বাবু জানান, “রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের মতো বড় মাপের মানুষ আমার কথা তুলে ধরলেন, আমার প্রশংসা করলেন সেই মুহূর্তে আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম। পরে বিচারপতির প্রশংসা শুনে আমি বাকরুদ্ধ। আগামী দিন এরকম সাফল্য আরোপ ফিরে আসুক এটাই চাই।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement