Advertisement
Advertisement

হিন্দুদের উপর অত্যাচারে উদ্বিগ্ন বিজেপি, বাংলাদেশ সফরে রাহুল সিনহা

চট্টগ্রামে একটি মন্দির উদ্বোধন করবেন বিজেপির জাতীয় সচিব।

Random Attacks on Hindu's, Concern BJP to send Rahul Sinha in Bangladesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 23, 2017 4:18 am
  • Updated:December 30, 2019 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বাংলাদেশে মন দিল বিজেপি৷ সংখ্যালঘু হিন্দু সংগঠনগুলির সঙ্গে কথা বলার দায়িত্ব দিয়ে দলের সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহাকে বাংলাদেশে পাঠাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব৷

[২০১৯-এও অটুট থাকবে মোদি-রাজ, মত মার্কিন বিশেষজ্ঞদের]

২৪ মার্চ বাংলাদেশে যাচ্ছেন রাহুল সিনহা৷ পাঁচদিনের সফর৷ দলীয় সূত্রে খবর, রাহুলবাবু যেহেতু বাঙালি তাই তাঁর কাঁধে এই বড় দায়িত্ব তুলে দিয়েছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা৷ তবে শুধু সংখ্যালঘু সংগঠনগুলির সঙ্গে কথা বলাই নয়, বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগের সঙ্গেও কথা বলবেন তিনি৷ কাজেই এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ রাহুল বলেছেন, “আমি দলের তরফে দায়িত্ব নিয়ে যাচ্ছি সম্পর্ক বাড়াতে৷” যদিও দলীয় সূত্রে খবর, বাংলাদেশে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে সেটাকে রাজনৈতিকভাবে সামনে আনতে চাইছে বিজেপি৷ ঢাকায় বুদ্ধিজীবীদের একটি সম্মেলনেও যোগ দেবেন রাহুল সিনহা৷ সেখানে অন্যতম বক্তাও তিনি৷ ওই সম্মেলনে সমস্ত সম্প্রদায়ের মানুষজনই উপস্থিত থাকবেন৷ এছাড়াও চট্টগ্রামে ধর্মীয় সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি একটি মন্দিরেরও উদ্বোধন করবেন রাহুলবাবু৷ ওই অনুষ্ঠানে আওয়ামি লিগের মন্ত্রী ও সাংসদদেরও উপস্থিত থাকার কথা রয়েছে৷ বাংলাদেশে সংখ্যালঘুদের কয়েকটি সংগঠনের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির এই জাতীয় সচিব৷

Advertisement

[এ কেমন সন্তান!!! ঘাবড়ে গেলেন মা নিজেই]

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে এ রাজ্যে বিজেপির প্রচারে যাতে কাজে লাগানো যায় সে বিষয়ে উদ্যোগী হবেন রাহুল সিনহা৷ বাংলাদেশে যাঁরা হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাঁদের অনেকেরই আত্মীয়পরিজন পশ্চিমবঙ্গে আছেন৷ কাজেই ২০১৯-এর লোকসভা নির্বাচনের এক মাস আগে বাংলাদেশের হিন্দুরা এ রাজ্যে এসে তাঁদের আত্মীয়স্বজনদের কাছে বিজেপির হয়ে যাতে প্রচার করেন সেটা নিয়েও সেখানকার হিন্দু সম্প্রদায়ের কাছে আবেদন রাখবেন তিনি৷ এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে আসছেন৷ তার আগে রাহুল সিনহার এই বাংলাদেশ সফরের বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement