Advertisement
Advertisement
Ram Temple inauguration

রামমন্দির উদ্বোধনের দিন কালীঘাটে রামপুজো! অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি

মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।

Ram worship at Kalighat the day of Ram Temple inauguration | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:January 10, 2024 3:03 pm
  • Updated:January 10, 2024 4:43 pm  

গোবিন্দ রায়: রামমন্দির উদ্বোধনের দিন কালীঘাটে রাম পুজো করার দাবিতে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন কালীঘাটে ৬৬পল্লি ক্লাবের কাছে রামপুজোর অনুমতি দিচ্ছে না পুলিশ। এর প্রতিবাদে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ রাজ্য বিজেপির মিডিয়া বিভাগের ইনচার্জ তুষার কান্তি ঘোষ।

অভিযোগ, অযোধ্যায় রামমন্দিরের (Ram Temple) উদ্বোধনের মধ্যেই ওইদিন কালীঘাটে ৬৬ পল্লী ক্লাবের কাছে রাম পুজোর আয়োজন করা হয়েছে। কিন্তু পুলিশ পুজোর অনুমতি দিচ্ছে না। মামলার আবেদনে আরও বলা হয়েছে, ২২ জানুয়ারি সকাল থেকে এলইডি টিভিতে অযোধ্যার অনুষ্ঠান দেখানোর সঙ্গেই রাম পুজো, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ফের হামলার আশঙ্কা ইডির? এবার শক্তি বাড়িয়ে অভিযান]

কালীঘাট বহুমুখী সেবা সমিতি নামে ক্লাবের উদ্যোগে ওই পুজো। কিন্তু একমাস আগে আবেদন করা সত্ত্বেও কোনও কারণ ছাড়াই অনুমতি দিচ্ছে না পুলিশ। বুধবার এ বিষয়ে বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করা হলে মামলার অনুমতি দিয়েছেন আদালত। আগামী সোমবার ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে।

[আরও পড়ুন: ‘আহা! উস্তাদজির হাতের সেই বিরিয়ানি’, নস্ট্যালজিয়ায় ভাসলেন মীর]

উল্লেখ্য, ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের সময় দেশজুড়ে ছোটবড় সব মন্দিরে রাম পুজো করার আর্জি জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর সেই আর্জিমতোই বহুমুখী সেবা সমিতি নামের সংগঠন কালীঘাটে ৬৬ পল্লী ক্লাবের কাছে রাম পুজোর আয়োজন করতে চায়। তাঁদের অভিযোগ, সেই পুজোতেই বাধ সাধছে পুলিশ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement