ফাইল ছবি।
গোবিন্দ রায়: রামমন্দির উদ্বোধনের দিন কালীঘাটে রাম পুজো করার দাবিতে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন কালীঘাটে ৬৬পল্লি ক্লাবের কাছে রামপুজোর অনুমতি দিচ্ছে না পুলিশ। এর প্রতিবাদে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ রাজ্য বিজেপির মিডিয়া বিভাগের ইনচার্জ তুষার কান্তি ঘোষ।
অভিযোগ, অযোধ্যায় রামমন্দিরের (Ram Temple) উদ্বোধনের মধ্যেই ওইদিন কালীঘাটে ৬৬ পল্লী ক্লাবের কাছে রাম পুজোর আয়োজন করা হয়েছে। কিন্তু পুলিশ পুজোর অনুমতি দিচ্ছে না। মামলার আবেদনে আরও বলা হয়েছে, ২২ জানুয়ারি সকাল থেকে এলইডি টিভিতে অযোধ্যার অনুষ্ঠান দেখানোর সঙ্গেই রাম পুজো, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কালীঘাট বহুমুখী সেবা সমিতি নামে ক্লাবের উদ্যোগে ওই পুজো। কিন্তু একমাস আগে আবেদন করা সত্ত্বেও কোনও কারণ ছাড়াই অনুমতি দিচ্ছে না পুলিশ। বুধবার এ বিষয়ে বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করা হলে মামলার অনুমতি দিয়েছেন আদালত। আগামী সোমবার ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে।
উল্লেখ্য, ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের সময় দেশজুড়ে ছোটবড় সব মন্দিরে রাম পুজো করার আর্জি জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর সেই আর্জিমতোই বহুমুখী সেবা সমিতি নামের সংগঠন কালীঘাটে ৬৬ পল্লী ক্লাবের কাছে রাম পুজোর আয়োজন করতে চায়। তাঁদের অভিযোগ, সেই পুজোতেই বাধ সাধছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.