ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাজ্যসভা নির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশ করল তৃণমূল (TMC)। অমিত শাহর CAA ঘোষণাকে মাথায় রেখে মতুয়া সম্প্রদায়ের প্রার্থীকে রাজ্যসভায় (Rajya Sabha) পাঠাচ্ছে বাংলার শাসকদল। সদ্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, চব্বিশের নির্বাচনের আগেই নাগরিকত্ব আইন লাগু হবে। আর তার পরই মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি, বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে। রবিবার চার প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। তাতে রাজ্যসভার সাংসদদের মধ্যে একমাত্র নাদিমুল হককে ফের টিকিট দেওয়া হয়েছে। প্রার্থীতালিকায় নতুন নাম –
বাদ পড়েছেন শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী। এছাড়া কংগ্রেসের (Cnogress) বর্ষীয়ান নেতা অভিষেক মনু সিংভিকে ফের টিকিট দেওয়া হবে কি না, তা নিয়ে জল্পনা ছিল। গতবার তিনি তৃণমূলের সমর্থনে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। কিন্তু এবার তৃণমূলের ‘একলা চলো’ নীতি অনুযায়ী আর তাঁকে প্রার্থী করা হল না।
তবে তৃণমূলের প্রার্থীতালিকায় মমতাবালা ঠাকুর ছাড়া নিঃসন্দেহে বড় চমক বিশিষ্ট সাংবাদিক সাগরিকা ঘোষ (Sagarika Ghose)। সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমে উচ্চ পদে কাজের পাশাপাশি তিনি একজন লেখক। ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ীর উপর তাঁর লেখা বই যথেষ্ট সমাদৃত। এছাড়া উদারপন্থা নিয়েও সাগরিকা ঘোষের লেখা বই রয়েছে।এছাড়া বিশিষ্ট সাংবাদিক-লেখক রাজদীপ সরদেশাইয়ের স্ত্রী সাগরিকা। তাঁকেই এবার রাজ্যসভার প্রার্থী করল বাংলার শাসকদল।
আগামী ২৭ তারিখ রাজ্যসভার ৬টি আসনে নির্বাচন। একটি আসনে বিজেপি (BJP) লড়বে। উত্তরবঙ্গে সংস্কৃতি জগতের এক ব্যক্তিকে সেই পদে দাঁড় করানো হবে বলে জল্পনা তুঙ্গে। যদিও এখনও সেই নাম চূড়ান্ত হয়নি। এদিকে, রবিবার চারপ্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল।
We are pleased to announce the candidature of @sagarikaghose, @SushmitaDevAITC, @MdNadimulHaque6 and Mamata Thakur for the forthcoming Rajya Sabha elections.
We extend our heartfelt wishes to them and may they work towards upholding Trinamool’s enduring legacy of indomitable…
— All India Trinamool Congress (@AITCofficial) February 11, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.