রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বৃহস্পতিবারই ঘোষণা হয়েছে বিজেপির প্রথম ধাপের প্রার্থী তালিকা৷ আর তা হতেই প্রার্থী বাছাই নিয়ে চরমে পৌঁছে গিয়েছে গেরুয়া শিবিরের গোষ্ঠী কোন্দল৷ পরিস্থিতি এতটাই খারাপের দিকে গিয়েছে যে প্রার্থী ঘোষণার পরেই বিজেপির সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজকমল পাঠক৷ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই নিজের পদত্যাগ পত্র রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কাছে পাঠিয়েছেন তিনি৷
[পটাশিয়াম নাইট্রেটের কালোবাজারি, নাটের গুরু ‘সাহুবাবু’ ]
ইস্তফা দেওয়ার কারণ হিসাবে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াকেই কাঠগড়ায় তুলেছেন রাজকমল পাঠক৷ তিনি জানান, যেভাবে প্রার্থী বাছাই হয়েছে তার প্রতিবাদ হওয়া দরকার৷ এবং সেকারণেই পদত্যাগ করেছেন৷ দীর্ঘদিন ধরে রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন রাজকমল পাঠক৷ খারাপ সময়েও দলের পাশে ছিলেন তিনি৷ বিজেপি সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়তে চেয়েছিলেন রাজকমল পাঠক৷ দলের শীর্ষ নেতৃত্বের কাছে সেই প্রস্তাবও দিয়েছিলেন৷ কিন্তু বৃহস্পতিবার প্রার্থী ঘোষণা হতেই দেখা যায়, ওই কেন্দ্রে বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে গেরুয়া শিবির৷ আর তাতেই বেজায় চটেছেন দলের এই পদাধিকারি৷
যদিও রাজকমল পাঠকের ইস্তফা দানের বিষয়টিকে হালকা ভাবেই নিচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি জানান, ‘‘একটু বিক্ষোভ হতেই পারে৷ অন্য দল থেকে এলে মানতে একটু অসুবিধা হয়৷’’ কথাবার্তার মাধ্যমে এই সমস্যার সমাধান হয়ে যাবে বলেও ইঙ্গিত দেন রাজ্য বিজেপি সভাপতি৷ রাজনৈতিক মহলের মতে, প্রার্থী বাছাই নিয়ে বিজেপির অন্দরে কোন্দল নতুন নয়৷ গত বিধানসভা নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনেও প্রার্থী বাছাই নিয়ে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে তৃণমূল স্তরের কর্মীদের৷ কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই আলাদা৷ আয়তনে দল বড় হয়েছে৷ এবার কার্যত লড়াই শাসক তৃণমূল বনাম বিজেপির মধ্যে৷ এমন পরিস্থিতিতে দলের এই গোষ্ঠী কোন্দল গেরুয়া শিবিরকে অনেকটাই দুর্বল করে দিতে পারে৷
[পরিত্যক্ত গোডাউনে মদ্যপের হাতে খুন যুবক, চারু মার্কেটে গ্রেপ্তার অভিযুক্ত]
অন্যদিকে প্রথম প্রার্থী তালিকাতেই বারাসত লোকসভা কেন্দ্রে মৃণালকান্তি দেবনাথকে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি৷ সূত্রের খবর, শেষ মুহূর্তে ওই কেন্দ্রে প্রার্থী বদল করতে পারে গেরুয়া শিবির৷ সেক্ষেত্রে প্রার্থী করা হতে পারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কোনও হেভিওয়েট বিধায়ককে৷ জানা গিয়েছে, শুক্রবার বা চলতি সপ্তাহের মধ্যেই উত্তর ২৪ পরগনার ওই হেভিওয়েট তৃণমূল বিধায়ক গেরুয়া চাদর গায়ে চড়াতে পারেন৷ তারপর বারাসত কেন্দ্র থেকে তাঁকেই লোকসভার প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.