সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার নতুন প্রধান বিচারপতি পেতে চলেছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বর্তমান প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণনের জায়গায় দায়িত্ব নেবেন তিনি। ২৯ এপ্রিলই বিচারপতি টিবি রাধাকৃষ্ণন অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন কলকাতা হাই কোর্টের অন্যতম প্রবীণ বিচারপতি রাজেশ বিন্দাল। বৃহস্পতিবার তাঁকে সেই নতুন ভূমিকায় নিয়োগ করতে চলেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind)।
আইনজীবী হিসাবে ১৯৮৫ সালে পেশাগত জীবনের সূচনা করেন রাজেশ বিন্দাল। ধীরে ধীরে আয়কর সংক্রান্ত মামলায় বিশেষজ্ঞ হয়ে ওঠেন তিনি। পাঞ্জাব, হরিয়ানা হাই কোর্টে একাধিক মামলায় সুনাম অর্জন করেন। এছাড়া কেন্দ্রীয় সরকারের কিছু মামলাতেও তিনি অংশ নেন। এছাড়া কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন আয়কর সংক্রান্ত মামলায় তিনি পরামর্শদাতা হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন।
সফল আইনজীবীর ভূমিকা পালনের পর ২০০৬ সালে প্রথমবার বিচারক হিসাবে নিযুক্ত হন। পাঞ্জাব এবং হরিয়ানা আদালতে বিচারপতির দায়িত্ব পান। সেখান থেকে প্রথমবার জম্মু ও কাশ্মীর হাই কোর্টে বিচারপতি হিসাবে বলদি হয়ে যান। এ বছর জানুয়ারি মাসেই বিচারপতি রাজেশ বিন্দাল কলকাতা হাই কোর্টে বদলি হয়ে আসেন। এবার তাঁকেই প্রধান বিচারপতি পদে পেতে চলেছে কলকাতা হাই কোর্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.