ফাইল ছবি।
অর্ণব আইচ: লস্কর জঙ্গি রাজারাম রেগের কলকাতার পাঁচ লিঙ্কম্যানের সন্ধানে নামল লালবাজার। মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেল থেকে বেরিয়ে রেগে তার লিঙ্কম্যানদের সঙ্গে যোগাযোগ রাখত বলে সন্দেহ গোয়েন্দা আধিকারিকদের। এই পাঁচজনের সন্ধান চলছে। এদিকে, গত মাসেই কলকাতার আটটি হোটেলে দুই IS জঙ্গি গা ঢাকা দিয়েছিল, তার প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। এর মধ্যে চারটি হোটেলই মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকায়। একমাস পর যখন লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত রাজারাম রেগের সন্ধান পেলেন লালবাজারের গোয়েন্দারা, তখন জানা গেল যে, সে-ও ছিল সেই নিউ মার্কেট এলাকারই হোটেলে। ফলে এবার থেকে ধর্মতলা সংলগ্ন হোটেলগুলির উপর কড়া নজর দিচ্ছেন লালবাজারের গোয়েন্দারা। প্রত্যেকটি হোটেল যাতে রেজিস্টার খাতা, বোর্ডারদের পরিচয়পত্র ও সিসিটিভির ফুটেজ সংরক্ষণ করে, সে ব্যাপারে গুরুত্ব দিচ্ছে লালবাজার।
পুলিশ জানিয়েছে, যেভাবে লস্কর-ই-তইবার (LeT Terrorist) চাঁই ডেভিড হেডলির সঙ্গে মুম্বইয়ে হামলার আগে রাজারাম রেগে রেইকি করেছিল, সেই আদলে কলকাতায়ও (Kolkata) রেইকি করে রাজারাম। গত ১৮ এপ্রিল মুম্বই থেকে কলকাতা বিমানবন্দরে আসে সে। মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকায় এস এন ব্যানার্জি রোডের (SN Banerjee Road) একটি হোটেলে ওঠে। হোটেলটির তিনতলায় ২০৪ নম্বর রুম ভাড়া নেয় সে। সাড়ে তিন হাজার টাকার রুম দু’দিনের জন্য রাজারাম রেগে ভাড়া নেয়। আগাম ৭০০০ টাকা হোটেল কর্তৃপক্ষকে দিয়েছিল সে। খাওয়াদাওয়া করত ওই হোটেলেই।
কলকাতা পুলিশের (Kolkata Police) স্পেশাল টাস্ক ফোর্স ও লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা নিউ মার্কেট থানার সাহায্য নিয়ে ওই হোটেলের রেজিস্টার খাতা ও রাজারামের পরিচয়পত্রের কপি বাজেয়াপ্ত করে। ওই হোটেলের সিসিটিভির ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। সিসিটিভি দেখেই গোয়েন্দারা জানার চেষ্টা করছেন, হোটেলে রাজারামের সঙ্গে কেউ যোগাযোগ করতে এসেছিলেন কি না। সিসিটিভির ফুটেজে (CCTV Footage) কয়েকজনের সঙ্গে রাজারামকে কথা বলতে দেখা গিয়েছে। ওই ব্যক্তিরাই রাজারামের লিঙ্কম্যান কি না, গোয়েন্দারা তা জানার চেষ্টা করছেন।
রাজারাম রেগে এর আগে কলকাতায় এসেছিল কি না, তা নিয়ে সন্দিহান গোয়েন্দারা। অথচ দক্ষিণ কলকাতার ভবানীপুর ও কালীঘাট অঞ্চলে সে যেভাবে রেইকি করেছে, তাতে তদন্তকারীদের সন্দেহ, এই কাজে কলকাতার এমন কোনও বাসিন্দা রয়েছে, যারা তাকে সাহায্য করেছিল। কোনওভাবে তারাই রাজারামের লিঙ্কম্যান (Linkman)। তার কললিস্ট পরীক্ষা করেই কলকাতার পাঁচজনের নম্বরের হদিশ মিলেছে। রাজারাম কলকাতায় আসার আগে ও এই শহরে থাকাকালীন একাধিকবার তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলেই সন্দেহ গোয়েন্দাদের। তাদের মোবাইল নম্বর দেখে ওই লিঙ্কম্যানদের পরিচয় জানার চেষ্টা হচ্ছে। তারা কীভাবে রাজারাম রেগেকে সাহায্য করেছিল ওই লিঙ্কম্যানরা, তাদের কোনও রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, সেসব বিশদে জানার চেষ্টা হচ্ছে পুলিশ সূত্রে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.