Advertisement
Advertisement

Breaking News

Rajbhaban Abhijan

দেখা হলেও কথা হল না! রাজ্যপাল সাক্ষাতে ‘অসন্তুষ্ট’ জুনিয়র ডাক্তাররা

সিবিআইয়ের উপর অনাস্থা প্রকাশ করে রাজভবন অভিযানে জুনিয়র চিকিৎসকরা। মিছিলে অংশ নিয়েছেন বয়স্করাও।

Raj Bhavan Abhijan : Junior doctors meets WB Guv C V Anand Bose

ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:October 14, 2024 2:49 pm
  • Updated:October 14, 2024 10:24 pm

সিবিআইয়ের উপর অনাস্থা প্রকাশ করে রাজভবন অভিযানে জুনিয়র চিকিৎসকরা। মিছিলে অংশ নিয়েছেন বয়স্করাও। জুনিয়র ডাক্তারদের কর্মসূচি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য।

সন্ধে ৬.৪৫: রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন ১১ জুনিয়র ডাক্তার। তবে দুপক্ষের মধ্যে কোনও কথা হয়নি। ডেপুটেশন জমা নিয়েছেন রাজ্যপাল। কর্মচারীদের মারফত রাজ্যপাল জানিয়েছেন, বিষয়টা তিনি দেখছেন। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলনে জানালেন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। 

Advertisement

বিকেল ৪.৫৭: জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
দুপুর ৩.৪৭:
নর্থ গেট দিয়ে রাজভবনে ঢুকলেন জুনিয়র ডাক্তারদের ১২ জন প্রতিনিধি। 

Raj Bhavan Abhijan Live Update: Junior doctors reaches Raj Bhavanদুপুর ৩.৪০: অবিলম্বে জুনিয়র ডাক্তারদের অনশন তুলতে ব্যবস্থা নিক সরকার। এই মুহূর্তে সেটাই সবচেয়ে বড় কর্তব্য। ১০ দফা দাবি মেনে নিক সরকার। বৈঠকে মুখ্যসচিবকে বললেন চিকিৎসক সংগঠনের সদস্যরা। মুখ্যসচিবকে অনশন মঞ্চে গিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছেন তাঁরা। মুখ্যসচিব ‘দ্রোহ কার্নিভালে’ আমন্ত্রণ জানালেন আন্দোলনকারীরা।
দুপুর ৩.০৬: বেন্টিঙ্ক স্ট্রিট ধরে সোজা এগোচ্ছে মিছিল।
দুপুর ৩.০৪:
মিছিলের রুট নিয়ে পুলিশকে সহযোগিতার বার্তা জুনিয়র ডাক্তারদের।
দুপুর ৩.০৩:
বেন্টিঙ্ক এবং ওয়াটারলু স্ট্রিটের মাঝে দাঁড়িয়ে মিছিল।
দুপুর ২.৫৫:
রাজভবন অভিযানের রুট নিয়ে জটিলতা। মাঝপথে পুলিশের সঙ্গে কথা।
দুপুর ২.৩০: ধর্মতলা থেকে শুরু রাজভবন অভিযান। মিছিলের শুরুতেই রয়েছেন জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার, আশফাকুল্লা নাইয়ারা। ফেস্টুনে লেখা, বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ।
Raj-bhavan-Avijan

দুপুর ২.২০: রাজভবন অভিযানে শামিল অভিনেত্রী চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত এবং অঙ্কিতা চক্রবর্তী।
দুপুর ২.১৫:
হুইল চেয়ারে বসেই ধর্নামঞ্চের কাছে উপস্থিত বৃদ্ধা।

Old-womanদুপুর ২: ধর্নামঞ্চের সামনে ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement