Advertisement
Advertisement

Breaking News

শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত ঘূর্ণাবর্ত, বৃষ্টি চলবেই

টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন কুমোরটুলির মৃৎশিল্পীরাও৷

Rain will continue in West Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 5, 2016 5:05 pm
  • Updated:September 5, 2016 5:50 pm  

স্টাফ রিপোর্টার: আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে৷ সোমবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে৷ আবহাওয়াবিদদের আশঙ্কাই সত্যি হয়েছে৷ বঙ্গোপসাগরের উপরের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে৷ তার প্রভাবেই বৃষ্টি হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে৷

আপাতত দক্ষিণবঙ্গের উপরেই অবস্থান করছে নিম্নচাপটি৷ শক্তি বাড়িয়ে সেটি কোনদিকে যাবে এখনই তা বলতে পারছে না আবহাওয়া দফতর৷ তবে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে বাঁকুড়া, হাওড়া, বর্ধমান, হুগলিতেও৷ কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ উত্তরবঙ্গে যে বৃষ্টি হচ্ছে তা অপর একটি নিম্নচাপের প্রভাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷

Advertisement

জুন থেকে আগস্ট মাস পর্যন্ত ইতিমধ্যেই প্রয়োজনের তুলনায় পাঁচ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গে৷ আরও বেশি বৃষ্টি হলে কৃষিতে ক্ষতির পরিমাণ বাড়বে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা৷ কোথাও কোথাও বন্যার আশঙ্কাও দেখা দিতে পারে৷ একটানা বৃষ্টিতে কিছুটা অসুবিধেয় পড়েছেন কুমোরটুলির মৃৎশিল্পীরাও৷ মূর্তি শুকোতে বেশ বেগ পেতে হচ্ছে তাঁদের৷

রাজ্যের উপকূলবর্তী এলাকা বিশেষ করে সুন্দরবনের কিছু এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি হয়েছে৷ উপকূল এলাকায় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে৷ দিঘা, মন্দারমণি, শঙ্করপুর বা তাজপুরের মতো সমুদ্র সৈকতে যাঁরা বেড়াতে গিয়েছেন তাঁদেরও সতর্ক করা হয়েছে৷ জল বাড়তে পারে দামোদর, কংসাবতীরও৷ ক’দিন আগেই ডিভিসি জল ছাড়ায় অসুবিধায় পড়েছিলেন বহু মানুষ৷ ফের সেই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন প্রশাসনিক কর্তারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement