Advertisement
Advertisement

Breaking News

উত্তরে বৃষ্টির স্বস্তি, দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ

বৃষ্টির দেখা কবে মিলবে? আবহাওয়া দপ্তর বলছে...

Rain relief for North Bengal, heatwave lashes Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 26, 2017 7:03 am
  • Updated:October 27, 2023 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টির দেখা মিলেছে৷ বঙ্গেই নেমেছে স্বস্তি৷ তবে দক্ষিণে নয় উত্তরে৷ হ্যাঁ, আপাতত উত্তরবঙ্গের ভাগ্যেই শিঁকে ছিড়েছে৷ অল্প হলেও শিলিগুড়ি ও আশেপাশের এলাকায় বৃহস্পতিবার বিকেল থেকে নেমেছে স্বস্তির বৃষ্টি৷

Rain

Advertisement

কিন্তু দক্ষিণবঙ্গের হাল এখনও বেহাল৷ গরমের জ্বালায় অতীষ্ট কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা৷ তাপমাত্রার পারদ চল্লিশের কাছাকাছি৷ বেড়েছে বাতাসের আর্দ্রতার পরিমানও৷ যার ফলে ঘেমে-নেয়ে একসা অবস্থা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের৷ বেলা বাড়তে না বাড়তেই স্বমহিমায় দেখা দিচ্ছেন সূর্যদেব৷ যার প্রবল প্রতাপে ত্রাহি ত্রাহি রব চারদিকে৷ সকলের একটাই প্রশ্ন, বৃষ্টির দেখা কবে মিলবে?

[হাসপাতালের বেডে বসে খাবার খাচ্ছেন ‘মৃত’ রোগী! হতবাক পরিজনরা]

এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর খুব একটা আশার বাণী শোনাতে পারেনি৷ সকালে-বিকেলে আকাশে সামান্য মেঘের দেখা মিললেও দক্ষিণবঙ্গের থেকে বৃষ্টি এখনও বেশ কিছুটা দূরেই বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ তবে আইএমডি কলকাতা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার অর্থাৎ ছুটির দিন দক্ষিণবঙ্গের বাসিন্দাদের আশা পূরণ হলেও হতে পারে৷ মে মাসের ২৮ ও ২৯ তারিখ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ দেখা মিলতে পারে কালবৈশাখীরও৷

[‘মুখ্যমন্ত্রীর সামনে গেলে সাবান দিয়ে স্নান করে, পাউডার লাগিয়ে যাবে!’]

তবে, শুক্র ও শনিবার আশার খবর শোনাতে না পারলেও একটি স্বস্তির খবর অবশ্য দিয়েছে হাওয়া অফিস৷ এই দুই দিনই তাপমাত্রা বাড়ার কোনও সম্ভাবনা নেই৷ বরং বিকেলের দিকে গরমের প্রকোপ অনেকটাই কম অনুভব করবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা৷ শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস৷ আর সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস৷ শনিবারও একই থাকবে বলে জানা গিয়েছে৷ বৃষ্টির দেখা দক্ষিণবঙ্গের বাসিন্দারা পেতে পারেন রবিবার৷ যদি না মাঝে কোনও নিম্নচাপ নিজের প্রভাব বিস্তার করে বা কোনও পশ্চিমিঝঞ্ঝা মাঝে এসে পথ আটকায়৷

[নিরীহদের হত্যাকারীদের সঙ্গে কীসের আলোচনা, আইয়ারকে কটাক্ষ অনুপমের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement