সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় কলকাতা-সহ রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির ভ্রুকুটি। চতুর্থীর পর থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। শুধু তাই নয়, সপ্তমীর পর বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বুধবার হাওয়া অফিস ২২-২৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস ২৭ সেপ্টেম্বর। ২৮-৩০ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টি হবে সেখানে।
আম বাঙালির মনে এখন একটাই প্রশ্ন, এবার পুজোয় আবহাওয়া কেমন থাকবে? হাওয়া অফিস জানিয়েছে, এবার থেকে প্রতি ৩ ঘণ্টা অন্তর আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে সেই তথ্য জানাবে আলিপুর আবহাওয়া দফতর। পুজোর মুখে নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে গাঙ্গেয় বঙ্গের আকাশে। যার জেরে দেবীপক্ষের সূচনায় অঝোর বর্ষণের সাক্ষী থেকেছে মহানগর। বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ইডেনে ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে ক্রিকেট ম্যাচ ঘিরেও অনিশ্চয়তার বাতাবরণ বহাল। ম্যাচ আয়োজকদের সঙ্গে চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তাদের কপালেও।
আলিপুর আবহাওয়া দপ্তরের খবর, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বেঁধেছে। যার অবস্থান উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের আকাশ ছেয়ে ফেলার সমূহ সম্ভাবনা। আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, ওই নিম্নচাপের জেরে বৃহস্পতিবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। “নিম্নচাপ সংলগ্ন এলাকায় থাকা ঘূর্ণাবর্তের সঙ্গে জুড়ে গিয়েছে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্ত। পাশাপাশি মৌসুমি অক্ষরেখাও নিম্নচাপের মধ্য দিয়ে গিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে”, জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
বস্তুত, এর প্রভাব মঙ্গলবারই মিলেছে। মহালয়ার দিন ভোর থেকেই দফায় দফায় নাগাড়ে বৃষ্টি হয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। আকাশে ঘন কালো মেঘ। মাঝেমধ্যেই হচ্ছে বৃষ্টি। যদিও বৃষ্টিকে উপেক্ষা করে উৎসবের রোশনাইয়ে সেজে উঠেছে শহর। আলো, আলপনা, ঢাকের বাদ্যি, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়-মহালয়া থেকেই কার্যত বাঙালির পুজো শুরু। বুধবারও শহরের মেগাপুজোগুলির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের উৎসবের আবহে বাড়তি বোনাস ইডেনে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ। বৃহস্পতিবারও যদি আবহাওয়ার মতি না ফেরে, তাহলে ম্যাচ পণ্ড হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আগ্রহী দর্শকরা টিকিট কিনবেন, না কিনবেন না তা নিয়ে দোটানায়।
তাহলে বৃষ্টি মাথায় নিয়েই কি পুজো কাটবে?
আবহাওয়াবিদরা অবশ্য ততটা নিরাশার বাণীও শোনাচ্ছেন না। “প্রকৃতির মর্জি তো! আগে থেকে পুরোপুরি আঁচ করা কঠিন। সপ্তমী, অষ্টমীতেও বৃষ্টি হবে কি না তা এখনই বলা সম্ভব নয়,” মন্তব্য এক আবহাওয়াবিদের। এদিকে, পুজোর মরশুমে উৎসবে গা ভাসানো কলকাতাবাসী যাতে কোনওভাবেই সঙ্কটে না পড়েন, তার জন্য কলকাতা পুলিশের সঙ্গে হাত মেলাল অনলাইন ক্যাব পরিষেবা সংস্থা, উবের। সংস্থার তরফে জানানো হয়, কলকাতা পুলিশের ‘বন্ধু’ অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে যাত্রীদের নিরাপত্তা দেবে তারা। এর ফলে উবের যাত্রীরা গাড়িতে চড়ার সময়ে সমস্যায় পড়লে সহজেই তা জানাতে পারবেন পুলিশকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.