Advertisement
Advertisement

Breaking News

weather

ইডেনে নাইটদের ম্যাচে বৃষ্টি? আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া

আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Rain in Knights match? What will the weather be like in Kolkata
Published by: Subhankar Patra
  • Posted:April 26, 2025 10:20 am
  • Updated:April 26, 2025 10:51 am  

নিরুফা খাতুন: দিন বাড়লে বাড়ছে দহনজ্বালা! অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল দশা সাধারণ মানুষের। বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো দশা। এদিকে আজ শনিবার ইডেনে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সদের ম্যাচ রয়েছে। বৃষ্টি হবে না তো? সেই প্রশ্নও রয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। একসঙ্গে সবার জন্য খুশির খবর শুনিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শনিবার কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বেশ কয়েকদিন ধরেই সূর্যের তাপে পুড়ছে রাজ্যের পশ্চিমের জেলাগুলি। আজ শনিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বর্ধমান, বীরভূমেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সূর্যের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া শুষ্ক হবে। বাড়বে গরম। তবে বিকেলের দিকে পশ্চিমের কিছু জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় গরম ও অস্বস্তি থাকবে। তবে রবিবার থেকে মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে কালবৈশাখীও।

Advertisement

সোমবার থেকে তাপমাত্রা ক্রমশ কমবে। বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহবিদদের। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বইবে ঝোড়ো হাওয়া। দু’এক জায়গায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। শিলাবৃষ্টি ও বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে দমকা বাতাস বইতে পারে। সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে হুগলি, পশ্চিম, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।

শনিবার কলকাতায় গরমের অস্বস্তি চরমে থাকবে। আগামিকাল দুপুর পর্যন্ত শহরজুড়ে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। রবিবার থেকে মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে

উত্তরবঙ্গের মালদহে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। দুই দিনাজপুরের কিছু অংশে গরম বাড়বে। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। আজ শনিবার ভারি বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। রবিবার ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। মঙ্গলবারে দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement