রিংকি দাস ভট্টাচার্য: দিওয়ালির সকাল থেকেই মুখভার আকাশের৷ কয়েক পশলা বৃষ্টিতে ভিজেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত৷ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাত হবে। কলকাতা-সহ দুই ২৪ পরগনাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ দুপুরের পর থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে। তবে আকাশ সারাদিন আকাশ মেঘলা থাকবে৷
দুর্গাপুজোর পরই নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছিল৷ যার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভেজে দক্ষিণবঙ্গ৷ সকলের মনেই প্রশ্ন ছিল, বৃষ্টি কী দীপাবলি মাটি করবে? খানিকটা হলেও সেই আশঙ্কাই সত্যি হল৷ দিওয়ালির সকাল থেকে আকাশের মুখভার৷ কালো মেঘে ঢেকেছে আকাশ৷ হাওয়া অফিস সূত্রে খবর, বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে৷ যার জেরে উত্তর ওড়িশা থেকে বর্জ্রগর্ভ মেঘ ঢুকছে বাংলায়৷ ফলস্বরূপ বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকার পূর্বাভাস দিয়েছিলেন আবহবিদরা৷ সেই মতো এদিন সকাল থেকেই আকাশের মুখভার৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আজ আকাশ মেঘলা থাকবে। উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া-সহ উপকূলীয় জেলাগুলিতে৷ পাশাপাশি কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে৷ তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস৷ দুপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, দুপুরের পর থেকে কমবে বৃষ্টি৷ তবে এদিন দিনভর আকাশ মেঘলা থাকবে৷
পুজোর সময় থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করে৷ বাতাসে শিরশিরানি ভাব উপভোগ করেছিলেন রাজ্যবাসী৷ শীত বুঝি দরজায় কড়া নাড়ছে ভেবেছিলেন অনেকই৷ কিন্তু পূবালী হাওয়ার জেরে শীত উপভোগের পথে বাধা তৈরি হল৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত হিমেল বাতাসের পথ অবরুদ্ধ হয়ে রয়েছে৷ পূবালি বাতাস বইছে দক্ষিণবঙ্গে৷ তার জেরে তাপমাত্রার পারদ কিছুটা হলেও ঊর্ধ্বমুখী৷ তবে মেঘ কেটে গেলেই বৃহস্পতিবার থেকেই ফের তাপমাত্রা কমতে শুরু করতে পারে বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.