Advertisement
Advertisement

অকাল বৃষ্টি আর শীতের যুগলবন্দিতে নাজেহাল রাজ্যবাসী, ক্ষতির মুখে কৃষকরা

বৃষ্টি কমলেই কমবে তাপমাত্রাও।

rain disturbs daily life in bengal
Published by: Subhajit Mandal
  • Posted:December 18, 2018 8:42 am
  • Updated:December 18, 2018 8:42 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোঝা দায় মাসটা পৌষ নাকি শ্রাবণ! সকালে চোখ খুললে মনে হবে, যেন সন্ধ্যা নেমেছে। শুকনো বাতাস নয়। ভোরে কাঁপুনি ধরিয়েছিল স্যাঁতসেঁতে ভিজে হাওয়া। মঙ্গলবার সকাল থেকেই কালো আকাশে মুখ ঢাকা কলকাতা ও আশপাশের এলাকার। রবিবার রাতেই অবশ্য শুরু হয়েছিল বৃষ্টি। বেলার সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টির দাপট। যার ফলে গতকাল দিনভর রঙিন ছাতায় ছয়লাপ শহরের রাজপথ। বৃষ্টির জেরে পথে বেরিয়ে নাজেহাল হতে হয়েছে মানুষকে। সোমবার রাতভর একই ছবির সাক্ষী থেকেছে শহরবাসী।

[পুলিশ হেফাজত থেকে পলাতক বন্দি, শোরগোল বর্ধমানে]

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, সোমবার ঘূর্ণিঝড় ‘ফেতাই’ স্থলভাগে ঢুকে পড়ে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সেটি ক্রমশ দুর্বল হতে থাকবে। তবে আজ দিনভর কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্য জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। বেশি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। আজ বিকেলের পর থেকেই পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস । আকাশ সাফ হয়ে বুধবার থেকে নামতে শুরু করবে তাপমাত্রা। এমনই জানালেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের র উপ মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, বড়দিনের আগে শীতের আমেজে কোনও ভাঁটা পড়বে না। শীত উপভোগ করতে এখন শুধু সময়ের অপেক্ষা।

Advertisement

[ভানুভবন হামলা কাণ্ডে গুরুং-সহ ৭২ জনের বিরুদ্ধে চার্জশিট]

পৌষের শুরুতেই শ্রাবণ দর্শনের পিছনের ‘ভিলেন’ ফেতাই গতকাল দুপুরে আছড়ে পড়ে অন্ধ্র উপকূলে। যার পরোক্ষ প্রভাবে বৃষ্টি শুরু হয় কলকাতা ও আশপাশের এলাকায়। সঙ্গে ছিল ভেজার হাওয়ার দাপটও। যার জেরে এদিন সন্ধ্যার পর থেকেই হাড় কাঁপানো ঠান্ডা মালুম হয়েছে মহানগরে। জেলার অবস্থা আরও শোচনীয়। এদিকে অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। এখনও অনেক কৃষক ধান কেটে ঘরে তুলতে পারেননি। অকাল বৃষ্টিতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের। ক্ষতি হচ্ছে সরষে এবং শীতকালীন সবজি চাষের ক্ষেত্রেও।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement