ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার রাত থেকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিন্মচাপ অক্ষরেখা জল ঢেলে দিতে পারে আপনার ছুটির দিনের বিভিন্ন প্ল্যানিংয়ে৷ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তৈরি হওয়া এই নিম্নচাপ অক্ষরেখার ফলেই রবিবার, সারাদিন ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শহর কলকাতা, দুই ২৪ পরগনা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে৷ কারণ, নিম্নচাপ অক্ষরেখাটি গতকাল বঙ্গোপসাগরের উপর দিয়ে রাজ্যের উত্তর-পশ্চিমে প্রবেশ করেছে৷ বর্তমানে সেটি এগিয়ে যাচ্ছে উত্তরের দিকে৷
[অনশনরত মেডিক্যাল কলেজের পড়ুয়াদের পাশে দাঁড়ালেন সৌমিত্র চট্টোপাধ্যায়]
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ওড়িশা উপকূল ও দিঘার উপকূল দিয়ে প্রবল গতিতে রাজ্যের উত্তর-পশ্চিম ভাগের দিকে এগিয়ে আসে নিম্নচাপ অক্ষরেখাটি। ফলে, গতকাল রাত থেকেই রাজ্যের বিভিন্ন অংশে শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত৷ কিন্তু রবিবার সকাল থেকেই সেটি উত্তরাংশের দিকে এগিয়ে যাওয়ায় সোমবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। কিন্তু সেই সঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে৷
[১৯-এর লক্ষ্যে সারা বছরের কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর]
সূত্রের খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৭০ থেকে ১৫০ মিলিলিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে৷ কলকাতা, দুই ২৪ পরগনা ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে৷ পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, দুই বর্ধমান ও ঝাড়গ্রামে৷ সমুদ্রে ঝোড়ো হাওয়া থাকার কারণে ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ মাছ ধরতে বা অন্য কোনও কাজে তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ কয়েকদিন আগেই সমুদ্রে ট্রলার ডুবির ঘটনা ঘটায় মৎস্যজীবীদের নিরাপত্তায় বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে উপকূলরক্ষী বাহিনীকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.