Advertisement
Advertisement

Breaking News

চলন্ত ট্রেনে মহিলার ছবি তুলে হেনস্তা, ধৃত রেলকর্মী

ধৃত রেলকর্মীর দৃষ্টান্তমূলক সাজা চান মহিলা।

Railway official snapped woman's photo, arrested
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 5, 2018 9:27 pm
  • Updated:May 5, 2018 9:27 pm  

সুব্রত বিশ্বাস: যাত্রী নিরাপত্তা নিয়ে যখন নাটক মঞ্চস্থ হচ্ছে, ঠিক তখনই হাওড়া স্টেশনে মহিলা যাত্রীর ছবি তুলে তাঁকে হেনস্তা করার অভিযোগ রেলকর্মীর বিরুদ্ধে৷ পরস্পর বিরোধী দুই দৃশ্যে শনিবার বিকেলে চাঞ্চল্য ছড়াল হাওড়া স্টেশনে৷

জানা গিয়েছে, কোন্নগর কানাইপুর কলোনির গৃহবধূ বান্টি দে, ছেলেকে নিয়ে হাওড়া যাচ্ছিলেন৷ একই কামরায় যাত্রা করছিলেন রেলের টিআরডির ব্যান্ডেলের কর্মী বাবুলাল মুর্মু৷ বান্টির অভিযোগ, বাবুলাল তাঁর ছবি তুলেছেন৷ এর পরই বাবুলালের স্মার্টফোন কেড়ে নেন তিনি৷ হাওড়া আসার পর বাবুলালকে আরপিএফের হাতে তুলে দেন ওই মহিলা৷ তিনি লিখিত অভিযোগে জানান, অপরিচিত এক ব্যক্তি এভাবে ট্রেনে ছবি তোলায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন৷ নিরাপত্তার অভাব বোধের সঙ্গে ছবি সুপার ইমপোজ করে বিকৃত করার আশঙ্কাও করছেন৷ উপযুক্ত ব্যবস্থার আশায় তিনি মোবাইল ফোন কেড়ে আরপিএফ পোস্টে জমা দেন৷ আরপিএফ বাবুলালের এই আইনবিরুদ্ধ কাজের জন্য মামলা দায়ের করেছে।

Advertisement

যাত্রীদের অভিযোগ, যখন ফটো বিকৃত করার মতো ঘটনা আকছার ঘটছে তখন অপরিচিত এক মহিলার ফটো তাঁর অনুমতি ছাড়া ক্যামেরাবন্দি করার অর্থই অভিসন্ধিমূলক। তার উপর অপরাধ করেও পিঠ বাঁচাতে নিজেকে রেলকর্মী বলে জাহির করা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে তাঁরা মনে করেন। মহিলাদের নিরাপত্তা নিয়ে যখন রেল একাধিক পদক্ষেপ করার প্রচেষ্টা চালাচ্ছে, তখন এক মহিলা যাত্রীর প্রতি রেলকর্মীর এই আচরণ লজ্জাজনক বলে মনে করছেন যাত্রীরা৷ বান্টি দে জানান, তিনি একজন সেনাকর্মীর স্ত্রী৷ তাই প্রতিবাদ করার সাহস রাখেন৷ সাধারণ মহিলা যাত্রীদের অবস্থা আরও করুণ, তাঁরা তো প্রতিবাদ করতে পারবেন না৷ ছবি বিকৃত করার পর লজ্জায় আত্মহত্যা করার ঘটনাও ঘটেছে৷ তিনি ধৃত রেলকর্মীর দৃষ্টান্তমূলক সাজা চান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement