ছবি: প্রতীকী।
সুব্রত বিশ্বাস: ফের শিয়ালদহ (Sealdah) উত্তর শাখায় ট্রেন চলাচল ব্যাহত। এবার হাসনাবাদ লাইনে বন্ধ থাকবে ট্রেন। রেল সূত্রের খবর সান্ডালিয়া-লেবুতলা ডবল লাইনে সিগন্যালিংয়ের কাজের জন্য হাসনাবাদ শাখায় টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল।
রেল সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদ শাখার সান্ডালিয়া-লেবুতলা ডবল লাইনে সিগন্যালিংয়ের কাজের জন্য আগামী সোমবার রাত একটা থেকে মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত সব ট্রেন বাতিল থাকবে ওই শাখায়। নতুন বছরের একেবারে প্রথম দিকে কাজের দিন এই বন্ধ থাকার কথা জানতে পেরে চরম অখুশি যাত্রীরা। তাদের কথায়, কবে এই সমস্যা মুক্ত হব?
শুধু তাই নয়, এই কাজের জন্য আগামী ১২ এপ্রিল থেকে ১৮ এপ্রিল বহু ট্রেন বাতিল থাকবে ওই শাখায়। ১২ এপ্রিল একটি বারাসত-হাসনাবাদ লোকাল বাতিল। ১৩ থেকে ১৫ এপ্রিল দু’টি বারাসত-হাসনাবাদ, একটা করে শিয়ালদহ-বারাসত, হাসনাবাদ-বারাসত ও হাসনাবাদ-শিয়ালদহ লোকাল বাতিল। ১৫ এপ্রিল একটা করে বারাসত-হাসনাবাদ, শিয়ালদহ-বারাসত, হাসনাবাদ-শিয়ালদহ ও হাসনাবাদ-বারাসত লোকাল বাতিল হবে।
বর্ষশেষ থেকে বর্ষবরণ, এ হেন উৎসবের মরশুমে পরপর ট্রেন বাতিলে সমস্যায় পড়বেন অসংখ্য যাত্রী। তবে রেলের ব্যাখ্যা কাজ শেষ হলে এই লাইনে ট্রেন চলাচল আরও মসৃণ হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.