তনুজিৎ দাস: ‘উনি আল্লাকেও ব্ল্যাকমেল করছেন, মুসলমানকেও ব্ল্যাকমেল করছেন’৷ সংবাদ প্রতিদিন ডিজিটালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই আক্রমণ করলেন উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা৷ তাঁর স্পষ্ট অভিযোগ, ইসলাম ধর্মগ্রহণ না করলেও, হিজাব পরে ওই ধর্মের মানুষকে অপমান করছেন মুখ্যমন্ত্রী৷
[ আরও পড়ুন: যদুবাবুর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রসিদ্ধ ভুজিয়ার দোকান]
বিরোধীদের তরফে বিজেপিকে বারবার সাম্প্রদায়িক দল বলে যে আক্রমণ শানানো হয়, এদিন সেই সমালোচনারও জবাব দেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক৷ তিনি জানান, ব্রিটিশদের মতোই ‘ডিভাইড অ্যান্ড রুল’ পলিসি গ্রহণ করেছে বিরোধীরা৷ এটা বিজেপিকে সংখ্যালঘুদের থেকে আলাদা করে রাখার একটা প্রচেষ্টা৷ প্রথমে এই চেষ্টা করে কংগ্রেস৷ তারপর বামেরা৷ এখন সেই কৌশলই বাতলেছে তৃণমূল৷ এই শীর্ষ বিজেপি নেতা দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে হিন্দু-মুসলিম এদেশে আলাদা নয়৷ সংখ্যালঘুদের উন্নয়নে সর্বতোভাবে কাজ করেছেন প্রদানমন্ত্রী৷ উজ্জ্বলা যোজনার গ্যাস সবচেয়ে বেশি সংখ্যালঘুরা পেয়েছেন৷ এমনকী, মুসলিম মহিলাদের তিন তালাকের মতো একটি সামাজিক ব্যধি থেকে মুক্তি দিয়েছেন নরেন্দ্র মোদি৷
[ আরও পড়ুন: ফেসবুকে মুখ্যমন্ত্রীর কুরুচিকর ছবি পোস্ট, হাওড়ায় গ্রেপ্তার বিজেপি নেত্রী ]
গতবারের মতো এবারও উত্তর কলকাতা কেন্দ্রে রাহুল সিনহার প্রতিপক্ষ তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু কোনওভাবেই প্রতিপক্ষকে পাত্তা দিচ্ছেন না বলেই জানান রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি৷ নিজের জয়ের বিষয়েও একশো শতাংশ আশাবাদী রাহুল সিনহা৷ এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়ার পর, উত্তর কলকাতার মানুষ তাঁর এবং তৃণমূলের উপর বীতশ্রদ্ধ৷ প্রচারে গেলেই মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসছে৷ কেবল বিজেপি সমর্থকরাই নন, রাহুলবাবুর দাবি, বাম-কংগ্রেস এমনকী, বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরাও তাঁকে ভোট দেবেন৷
আর কী বললেন রাহুল সিনহা, দেখুন-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.