রাহুল চক্রবর্তী: রাজ্যে জোট সমীকরণ এখনও অস্পষ্ট। বামেদের সঙ্গে কথা অনেকদূর এগিয়ে গেলেও এখনও চূড়ান্ত কিছু হয়নি। এরই মধ্যে রাজ্যে আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রদেশ সূত্রে খবর, আগামী ১৫ মার্চ বাংলায় আসবেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। মালদহ থেকেই লোকসভার প্রচার শুরু করবেন রাহুল। সদ্য দলত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়া মৌসম নূরের গড় উত্তর মালদহতেই প্রথম নির্বাচনী সভা করবেন রাহুল।
লোকসভার রণকৌশল নিয়ে বেশ ধন্দে প্রদেশ কংগ্রেস। রাজ্য কংগ্রেসের নেতারা সিপিএমের সঙ্গে জোটের পক্ষে। অথচ, আসন সমঝোতার জটিল অঙ্ক কিছুতেই সমাধান করা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে দলীয় কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে রাজ্যে আসছেন রাহুল গান্ধী। প্রদেশ সূত্রের খবর, উত্তর মালদহতে প্রথম জনসভাটি করবেন রাহুল। মালদহে রোড শো করারও কথা রয়েছে কংগ্রেস সভাপতির। প্রদেশ সূত্রের খবর, প্রাথমিকভাবে জনসভার জন্য একটি মাঠ বাছাই করা হয়েছে। তবে, জেলা প্রশাসনের অনুমতি নিয়েই চূড়ান্ত হবে সভার জায়গা। ইতিমধ্যেই মালদহের জেলা সভাপতি মোস্তাক আলমকে দিল্লিতে তলব করা হচ্ছে। কোথায় সভা হলে ভাল হয়? কোন পথে যাবে রোড শো, এসব নিয়েই চলছে আলোচনা। একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল মালদহ। কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের নিরিখে দেখলে বোঝা যাবে গনি খান চৌধুরির জেলাতে তৃতীয় শক্তিতে নেমে এসেছে কংগ্রেস। মৌসম দল ছাড়ার পর আরও মুষড়ে পড়েছেন জেলার কংগ্রেস কর্মীরা। তাই তাদের চাঙ্গা করতে মালদহ থেকেই প্রচার অভিযান শুরু করতে চান রাহুল। মালদহের পরে আরও দু’দফায় রাজ্যে আসতে পারেন কংগ্রেস সভাপতি। একবার তাঁর সভা করার সম্ভাবনা উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। আরেকবার তিনি সভা করতে পারেন কলকাতার শহিদ মিনারে। তবে, সেসব এখনও চূড়ান্ত হয়নি।
রাজ্যে এসে রাহুল কংগ্রেস কর্মীদের কী বার্তা দেন সেটাই দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল। কারণ, কেন্দ্রীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করে লড়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে কংগ্রেস। বিজেপি বিরোধী মহাজোটের অভিন্ন ন্যূনতম কর্মসূচির তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। অথচ, বাংলায় কংগ্রেসের মূল লড়াই সেই তৃণমূলেরই বিরুদ্ধে। এখন দিল্লিতে যে মমতাকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাহুল, রাজ্যে এসে সেই তৃণমূলনেত্রীর বিরুদ্ধে সুর আদৌ চড়াবেন কি রাহুল? সেটাই এখন বড় প্রশ্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.