Advertisement
Advertisement

Breaking News

Chhath Puja

ছটে বন্ধ রবীন্দ্র ও সুভাষ সরোবর, শহরের রাস্তায় বাড়তি পুলিশও

হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম এবং মোবাইল পেট্রলিং ভ্যান শহরে টহল দেবে।

Rabindra Sarobar and Subhas Sarobar will be closed during Chhath Puja
Published by: Paramita Paul
  • Posted:November 6, 2024 2:07 pm
  • Updated:November 6, 2024 2:07 pm  

নিরুফা খাতুন:  এবারও ছটপুজোয় বন্ধ রাখা হচ্ছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। বুধবার রাত আটটা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে দুই সরোবরের দরজা। পাশাপাশি সেখানে জোরদার করা হচ্ছে নিরাপত্তাও। রবীন্দ্র সরোবরে মোতায়েন থাকছে ২৫০ জন পুলিশ। সুভাষ সরোবরেও থাকছে সমসংখ‌্যক পুলিশ বাহিনী।

কাল, বৃহস্পতিবার ছটপুজো। অতীতে ছটপুজো ঘিরে রবীন্দ্র সরোবরে ধুন্ধমার কাণ্ড ঘটেছিল। সেই ঘটনার পর থেকে ছটের সময় লেকের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়। ছটের সময় যাতে কোনওভাবে ওই দুই সরোবরে কেউ ঢুকে না পড়ে সেজন‌্য সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। প্রতিটি সরোবরে ডিসি পদমর্যাদার একজন করে অফিসার দায়িত্বে থাকবেন। তাঁর অধীনে থাকবে ২৫০ পুলিশ কর্মী।

Advertisement

ছটপুজোর সময় রাস্তায় পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। থাকছেন ৩৫ জন ডিসি পদমর্যাদার অফিসার। বিপর্যয় মোকাবিলা করতে থাকছে ৭৭টি দল। ছটে অপ্রীতিকর পরিস্থিতির যাতে তৈরি না হয় সেজন‌্য ঘাট ও জলাশয়গুলিতে কড়া নজরদারি থাকবে পুলিশের। ঘাট ও জলাশয়ে পুলিশ পিকেটিং থাকছে। হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম এবং মোবাইল পেট্রলিং ভ্যান শহরে টহল দেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement