Advertisement
Advertisement

Breaking News

বিগ বি-কে ডিলিট সম্মানে ভূষিত করতে চলেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেই সম্মানিত করা হবে তাঁকে।

Rabindra Bharati University to confer honorary D.Litt on Amitabh Bachchan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 5, 2018 5:46 pm
  • Updated:January 11, 2021 5:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রিশতে মে তো হাম তুমহারে বাপ লাগতে হ্যায়, নাম হ্যায় শেহনশাহ।’ শুধু ছবির সংলাপ হয়েই রয়ে যায়নি এ কথা, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বলিউডের শাহেনশাহর আসনেই বসিয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর অনবদ্য অভিনয় দক্ষতার জন্য গোটা বিশ্বে পূজিত তিনি। সময়ের নিয়মে চেহারায় বয়সের ছাপ পড়লেও জনপ্রিয়তায় কোনও প্রভাব পড়েনি। বরং কিংবদন্তির সঙ্গে স্ক্রিন ভাগ করে নিতে মুখিয়ে থাকেন বর্তমান প্রজন্মের নায়ক-নায়িকারাও। এবার তাঁকে বিশেষ সম্মানে সম্মানিত করতে চলেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

[সিআইডির ‘অতিসক্রিয়তা’, সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ ভারতীর স্বামী]

সোমবারই ছেলে অভিষেক বচ্চনের জন্মদিন। স্মৃতির সরণি ধরে তিনি ফিরে গিয়েছিলেন অভিষেকের ছোটবেলায়। নানা স্মৃতি থেকে পুরনো ছবি, নস্ট্যালজিক বাবা সবই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর এদিনই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে পেলেন একটি দারুণ সুখবর। বিগ বি-র অভিনয়কে সম্মান জানাতে এবার ডিলিট উপাধিতে ভূষিত করা হবে তাঁকে। এমনটাই জানালেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি। আগামী ৮ মে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেই সম্মানিত করা হবে বলিউড শেহনশাহকে। উপাচার্য জানান, বিগ বি-র সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে। এই প্রথম এ রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয় অমিতাভকে এমন সম্মান দিতে চলেছে। যদিও এখনও পর্যন্ত বিগ বি এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। বিগ বি-র পাশাপাশি এবার সংগীতে ডিলিট পাবেন অমিত রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

Advertisement

[‘বাহুবলী’র পর এবার পুজোয় শ্রীভূমির চমক ‘পদ্মাবত’]

কলকাতার সঙ্গে অমিতাভের সম্পর্ক দীর্ঘদিনের। কর্মজীবনের শুরুটাও হয়েছিল এই শহরেই। জীবনের বেশ কয়েকটা বছর এখানেই কাটিয়েছেন তিনি। শুধু কি তাই? কলকাতার জামাই তিনি। তাই চলচিত্র উৎসব থেকে ছবির শুটিং, যে কোনও ছুতোতেই এ শহরে পৌঁছে যেতে ভালবাসেন তিনি। আর এবার জামাইকে বিশেষ সংবর্ধনা দিতে প্রস্তুত রবীন্দ্রভারতী। গত বছর চলচ্চিত্র উৎসবের পর ফের শহরে দেখা যাবে বিগ বি-কে। এমনটাই আশা তাঁর অগণিত অনুগামীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement