Advertisement
Advertisement

Breaking News

R G Kar

জট কাটাতে উদ্যোগী রাজ্য, ষষ্ঠীর সন্ধেতেই বৈঠকের ডাক, সাড়া দিলেন জুনিয়র ডাক্তাররা

অভয়া কাণ্ডে বিচার-সহ ১০ দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা।

R G Kar: WB Govt calls Jr. doctors for meeting today

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:October 9, 2024 6:53 pm
  • Updated:October 9, 2024 7:17 pm  

ক্ষীরোদ ভট্টাচার্য: অভয়া কাণ্ডে বিচার-সহ ১০ দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। পুজোর মরশুমেও চলছে বিক্ষোভ। জটিল পরিস্থিতির সমাধান সূত্র খুঁজতে ফের জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের বৈঠকে বসার ডাক দিল রাজ্য সরকার। মহাষষ্ঠীর সন্ধে পৌনে ৮টায় আন্দোলনকারীদের ৮-১০ জন সদস্যকে স্বাস্থ্যভবনে টাস্ক  ফোর্সের সঙ্গে বৈঠকে বসার আরজি জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে স্বাস্থ্যভবনে যাবেন আন্দোলনকারীরা। জানালেন জুনিয়র ডাক্তাররা। এদিকে কিছুক্ষণের মধ্যে অনশন মঞ্চে যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

এদিন সন্ধে সাড়ে ছটা নাগাদ মুখ্যসচিব জুনিয়র ডাক্তারদের সংগঠনকে একটি ইমেল করেন। সেখানে আজ সন্ধে পৌনে আটটায় স্বাস্থ্যভবনে ডাকা হয় আন্দোলনকারীদের। সেখানে মুখ্যসচিবের নেতৃত্বাধীন টাস্কফোর্সের সঙ্গে বৈঠকে বসার আর্জি জানানো হয়। সেই ডাকে সাড়া দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। তাঁদের তরফে দেবাশিস হালদার জানান, “দুর্বল হয়ে পড়েছি বলে যাচ্ছি না। আরও একবার দাবি আদায়ের জন্য যাচ্ছি।” তবে তাঁদের তরফে কতজন প্রতিনিধি যাচ্ছেন তা চূড়ান্ত জানানো হয়নি। আন্দোলনকারীরা নিজেদের অবস্থানে অনড়। তাঁদের সাফ কথা, ১০ দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

Advertisement

প্রসঙ্গত, অভয়ার সুবিচার-সহ ১০ দফা দাবিপূরণে ধর্মতলায় আমরণ অনশনে শামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেখানে যোগদানকারীর সংখ্যা বাড়ছে। তাঁদের পাশে দাঁড়াতে মঙ্গলবার ১২ ঘণ্টা প্রতীকী অনশন করেন মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। রিলে অনশনের মধ্যে মঙ্গলবার দুপুরেই গণ ইস্তফাপত্রে সই করেন আর জি করের ৫০ জন সিনিয়র ডাক্তার। দেশজুড়ে প্রতীকী অনশনর করেন চিকিৎসকরা। এদিকে এদিন কলকাতা মেডিক্যাল ও মেদিনীপুর মেডিক্যালের সিনিয়র ডাক্তাররাও গণ ইস্তফা দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement