Advertisement
Advertisement
R G Kar

আজ ফের ‘রাত দখল’, আলো নিভিয়ে প্রতিবাদ, কোথায় কোথায় কর্মসূচি?

শহর ও শহরতলির অন্তত ৪২ জায়গায় জমায়েত হবে। স্লোগান উঠবে ‘বিচারপতি তোমার বিচার করবে যারা রাত জাগছে সেই জনতা।’ রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘরের আলো নিভিয়ে প্রতিবাদে শামিল হওয়ার ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। 

R G Kar: Protest program all over Kolkata in multiple venues
Published by: Paramita Paul
  • Posted:September 4, 2024 5:26 pm
  • Updated:September 4, 2024 5:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ‘রাত দখল’। বুধবার সন্ধে সাতটায় পথে নামছে আমজনতা। ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির আগের রাতে নিজ নিজ এলাকায় রাত দখলের ডাক সোশাল মিডিয়ায়। শহর ও শহরতলির অন্তত ৪২ জায়গায় জমায়েত হবে। স্লোগান উঠবে ‘বিচারপতি তোমার বিচার করবে যারা রাত জাগছে সেই জনতা।’ এর পাশাপাশি রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘরের আলো নিভিয়ে প্রতিবাদে শামিল হওয়ার ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। 

কোথায় কোথায় হবে ‘রাত দখল’?

Advertisement

শ্যামবাজার
যাদবপুরের ৮বি বাস স্ট্যান্ড
কলেজ স্ট্রিট-বঙ্কিম স্ট্রিট ক্রসিং
সল্টলেকের করুণাময়ী
বেহালার শখের বাজার
রুবি মোড়
বিশ্ব বাংলা গেট
কেষ্টপুর
লেক গার্ডেনসের লর্ডসের মোড়
আলিপুরের ন্যাশনাল লাইব্রেরির মোড়
হরিদেবপুরের ফোর সি বাসস্ট্যান্ড
দেশপ্রিয় পার্ক
রুবি মোড়
গড়িয়া বাসস্ট্যান্ড
সোনারপুর
গড়িয়া বড়াল
সিঁথির মোড়
দমদম নাগের বাজার
ডানলপ
বেলঘরিয়া বাটা মোড়
সোদপুর মধ্যমগ্রাম চৌমাথা
সোদপুর ট্রাফিক মোড়
বারাকপুর স্টেশন চত্বর
পলতা এসবিআই মোড়
কল্যাণী
ইছাপুর নর্থল্যান্ড
বারাসতের ডাক বাংলো মোড়
দক্ষিণ বারাসতের ইয়ং কর্নার
রাজারহাট ডিরোজিও কলেজ মোড়
আসানসোলের কল্যাণপুর হাউসিং
বর্ধমানের দাঁইহাট রাজবাড়ি মোড়
বালুরঘাট
বহরমপুর চৌতারা
কান্দির বিশ্রামতলা মোড়
গোবরডাঙা কালীবাড়ি
আগরপাড়া
ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়
বসিরহাট বোট ঘাট মোড়
চন্দননগর স্ট্র্যান্ড রোড
জলপাইগুড়ি সমাজ পাড়া মোড়
আরামবাগ নেতাজি স্কোয়্যার
হরিণঘাটা
শ্রীরামপুরের বটতলা
আন্দুল বাসস্ট্যান্ড
সালকিয়া চৌরাস্তা

[আরও পড়ুন: দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রেলকর্মীরা! সিভিসির পরিসংখ্যানে উঠছে একাধিক প্রশ্ন

স্বাধীনতা দিবসের আগের রাতে অভিনব আন্দোলন দেখেছিল গোটা রাজ্য। রাজনৈতিক ছত্রছায়ার বাইরে বেরিয়ে পথে নেমেছিল আমজনতা। ৪ সেপ্টেম্বর সেই কর্মসূচির পুনরাবৃত্তি হতে চলেছে। ৫ সেপ্টেম্বর মামলার শুনানির আগের রাতে নিজ নিজ এলাকায় রাত দখলের ডাক সোশাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে সেই পোস্ট। লেখা হয়েছে, ‘বিচারপতি তোমার বিচার করবে যারা রাত জাগছে সেই জনতা।’ প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে বিচারব্যবস্থার দিকেও। প্রশ্ন এক, ‘২৬ দিন গেলেও ধর্ষণের বিচার নেই কেন?’ প্রশ্ন দুই, ‘কর্মক্ষেত্রে মর্যাদার প্রশ্ন আদালত কানে নেয় না কেন?’ প্রশ্ন তিন, ‘কেন্দ্রে আনা নতুন আইনে লিঙ্গ প্রশ্ন পিছনে কেন?’ মিশন শুরু সন্ধে সাতটায়। চলবে রাত ১০টা পর্যন্ত। নিজ নিজ এলাকায় মানববন্ধন গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে। ফলে সন্ধের ব্যস্ত সময় শহরের বিভিন্ন প্রান্তে যানজটের সম্ভাবনা প্রবল। 

[আরও পড়ুন: বিহারে গানের অনুষ্ঠানে মাত্রাছাড়া ভিড়, দর্শক-সহ হুড়মুড়িয়ে ভাঙল ছাদ, প্রকাশ্যে ভয় ধরানো ভিডিও

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement