Advertisement
Advertisement
R G Kar Medical College & Hospital

অভিশপ্ত রাতে কী ঘটেছিল? তথ্যের খোঁজে তরুণী চিকিৎসকের ৪ সহকর্মীকে লালবাজারে তলব

সূত্রের খবর, অভিশপ্ত রাতে ওই চারজনের সঙ্গে বসে খাবার খান তরুণী চিকিৎসক।

R G Kar Medical College & Hospital: Police summon four person in lady doctor death case
Published by: Sayani Sen
  • Posted:August 12, 2024 11:51 am
  • Updated:August 12, 2024 1:24 pm  

অর্ণব আইচ ও ক্ষীরোদ ভট্টাচার্য: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কাণ্ডে তথ্য সংগ্রহে কোমর বেঁধে নামল পুলিশ। এবার ওই তরুণী চিকিৎসকের চার সহকর্মীকে তলব করল লালবাজার। সূত্রের খবর, অভিশপ্ত রাতে ওই চারজনের সঙ্গে বসে খাবার খান তরুণী চিকিৎসক।

গত ৮ আগস্ট নাইট ডিউটি ছিল ওই তরুণী চিকিৎসকের। পুলিশ সূত্রে খবর, রাতে আরও বেশ কয়েকজন ছিলেন। অনলাইনে খাবার অর্ডার করেন। একসঙ্গে খাওয়াদাওয়া করেন সকলে। তার পর যে যার মতো বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েন। তবে জরুরি বিভাগে চার তলার সেমিনার হলে ঘুমিয়ে পড়েন তরুণী চিকিৎসক। মায়ের সঙ্গে শেষবার ওই সেমিনার হল থেকে ফোনে কথা বলেন তিনি। অভিশপ্ত রাতে নির্যাতিতার সঙ্গে থাকা প্রত্যেকের সঙ্গে কথা বলতে চান তদন্তকারীরা। সোমবারই লালবাজারে ডেকে পাঠানো হয়েছে তাঁদের। প্রত্যেকের বয়ান রেকর্ড করা হবে।

Advertisement

[আরও পড়ুন: চুলের ক্লিপ দিয়ে তরুণী চিকিৎসকের যৌনাঙ্গে আঘাত? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]

উল্লেখ্য, গত ৯ আগস্ট সকালে জরুরি বিভাগের চারতলার সেমিনার হলে তাঁর দেহ উদ্ধার হয়। সেই সময় প্রায় বিবস্ত্র ছিলেন তিনি। তরুণী চিকিৎসকের দেহে একাধিক ক্ষতচিহ্নও ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হয়, ধর্ষণ করে খুন করা হয় তাঁকে। এই ঘটনায় SIT গঠন করে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। সিসিটিভি ফুটেজ-সহ নানা তথ্য প্রমাণের ভিত্তিতে এখনও পর্যন্ত সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, নৃশংস অত্যাচার করে খুনের কথা স্বীকার করেছে ধৃত সঞ্জয়। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় বাংলা-সহ গোটা দেশ। প্রায় প্রত্যেকটি হাসপাতালে চলছে কর্মবিরতি। ইতিমধ্যে পদত্যাগ করেছেন আর জি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দেওয়া হয়েছে। 

[আরও পড়ুন: আর জি করের তরুণী চিকিৎসককে অচেতন করে ধর্ষণ? ময়নাতদন্তের রিপোর্টে ইঙ্গিত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement