Advertisement
Advertisement
R G Kar Case

ডোরিনা ক্রসিংয়ের নাম রাখা হোক ‘অভয়া ক্রসিং’, মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসকদের

রাজ্যের মুখ্যসচিব ও কলকাতার মেয়রের কাছেও এই আবেদন করে চিঠি পাঠানো হয়েছে।

R G Kar Case : Dorina Crossing should be renamed 'Abhaya Crossing', doctors write to Mamata Banerjee
Published by: Suhrid Das
  • Posted:December 25, 2024 7:07 pm
  • Updated:December 25, 2024 8:25 pm  

রমেন দাস: কলকাতার ধর্মতলায় ফের অবস্থান করছেন চিকিৎসকরা। আর জি কর কাণ্ডে সিবিআই ও পুলিশের তদন্ত নিয়ে আরও একবার সরব ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। এবার তাদের পক্ষ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠানো হল। কলকাতার ধর্মতলার ডোরিনা ক্রসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গার নাম বদলে ‘অভয়া ক্রসিং’ করা হোক। সেই প্রস্তাব চিঠিতে রাখা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে এই বিষয়ে আবেদন করে চিঠি দেওয়া হয়েছে। আর জি কর কাণ্ড নাড়িয়ে দিয়েছে রাজ্য রাজনীতিকে। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিতর তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল। ঘটনা সামনে আসতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। যদিও কলকাতা পুলিশ তদন্তে নেমে ‘অন্যতম’ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। এখন সেই মামলার বিচারপ্রক্রিয়া চলছে শিয়ালদহ আদালতে।

Advertisement

আগস্ট মাসের ওই ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে তুমুল চাপানউতোর চলে। সল্টলেক স্বাস্থ্যভবনের সামনে ধরনা ও ধর্মতলায় দীর্ঘদিন আমরণ অনশন চালিয়েছিলেন চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। এর মধ্যে গঙ্গা দিয়ে জলও অনেক গড়িয়ে গিয়েছে। ফের কলকাতা হাই কোর্টের অনুমতি নিয়ে ধর্মতলায় ধরনা মঞ্চ করেছেন চিকিৎসকরা। ২০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ওই ধরনা চলবে। এবার সেই আবহেই মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হল।

ওই তরুণী চিকিৎসকের প্রতীকী নাম ‘অভয়া’ রাখা হয়েছে। ওই সহ-নাগরিকের উপর নির্মম অত্যাচার হয়েছে। সঠিক বিচারের দাবি এখনও চাওয়া হচ্ছে। সেই কারণে তাঁকে স্মরণ করেই ‘অভয়া ক্রসিং’ নাম রাখা হোক, সে কথা বলা হয়েছে। বলে রাখা ভালো, ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে একাধিক রাজনৈতিক কর্মসূচি চলে। কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হামিকের কাছেও এই মর্মে চিঠি পাঠানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement