নব্যেন্দু হাজরা: এবার থেকে জোর করে মেট্রোয় ওঠার চেষ্টা করলে দিতে হবে ১০০০টাকা জরিমানা৷ সজল কাঞ্জিলালের মৃত্যু থেকে শিক্ষা নিয়ে বৈঠকে বসে মেট্রো কর্তৃপক্ষ৷ ওই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷
ব্যস্ত সময়ে ভিড়ে ঠাসা মেট্রো৷ দরজা বন্ধ হওয়ার মুহূর্তে দৌড়ে দৌড়ে স্টেশনে পৌঁছন বহু যাত্রী৷ জোর করে হাত বা পা দিয়ে দরজা খুলে মেট্রোয় ঢুকে যাওয়ার ভাবনাচিন্তা থাকে অনেকের৷ এতদিন আরপিএফ এসে যাত্রীদের ধমক দিতেন কিংবা সেই যাত্রী কোনওক্রমে দরজার ফাঁক গলে মেট্রোয় ঢুকে যেতেন৷ এ ছবি যদিও নতুন কিছু নয়৷ কিন্তু বুধবার থেকে বদলাতে চলেছে চেনা ছবি৷ কারণ, এবার থেকে মেট্রোর দরজায় জোর করে ঢুকতে গেলে দিতে হবে ১০০০টাকা জরিমানা৷ স্টেশন ম্যানেজার ঘর থেকে সিসি ক্যামেরায় নজরদারি চালাবেন৷
যে যাত্রী জোর করে মেট্রোয় ঢুকবেন তাঁকে শনাক্ত করে নেওয়া হবে জরিমানা৷ স্টেশনে যাত্রী সুরক্ষার দিকটি নজরে রাখবেন আরপিএফ৷ ইতিমধ্যেই নিয়ম ভাঙার জেরে এক যাত্রীর থেকে জরিমানা নেওয়া হয়েছে৷
গত শনিবার পার্ক স্ট্রিট থেকে রবীন্দ্রসদন যাওয়ার জন্য মেট্রোতে উঠতে যান কসবার বাসিন্দা সজল কাঞ্জিলাল৷ স্টেশন ছেড়ে বেরনোর সময় ভিড়ে ঠাসা সন্ধে ৬.৪২-এর মেট্রোয় ওঠার চেষ্টা করেন তিনি৷ হাত আটকে যাওয়ার পর মেট্রোর দরজা বন্ধ হয়ে যায়৷ পার্ক স্ট্রিট ছেড়ে বেরনোর সময় মেট্রোর থার্ড লাইনে পড়ে যান প্রৌঢ়৷ মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি৷ এই ঘটনার জেরে ফের প্রশ্নচিহ্নের সামনে মেট্রো কর্তৃপক্ষ৷ যাত্রীসুরক্ষার বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ এক্কেবারে উদাসীন বলেই অভিযোগ তোলেন যাতায়াতকারীরা৷ এই ঘটনার পর থেকে দফায় দফায় বৈঠক করে মেট্রো কর্তৃপক্ষ৷ বৈঠকের পরই যাত্রীসুরক্ষায় কঠোর নিয়ম জারি করা হয়েছে৷ জোর করে মেট্রোর দরজা টেনে খুলে ঢুকতে গেলে জরিমানা নেওয়া হবে বলেই সিদ্ধান্ত কর্তৃপক্ষের৷ ইতিমধ্যেই শহরের প্রতিটি মেট্রো স্টেশনের ম্যানেজারের কাছেও পৌঁছে গিয়েছে নির্দেশিকা৷ কঠোর নিয়মের মাধ্যমে প্রাণহানির মতো ঘটনা এড়ানো সম্ভব বলেই দাবি মেট্রো কর্তৃপক্ষের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.