Advertisement
Advertisement
Puja Shopping

পুজোর কেনাকাটার ভিড় সামলাতে অতিরিক্ত বাস, শনি ও রবিবার চলবে শহরের ৯ রুটে

কোন কোন এলাকায় চলবে বিশেষ বাস?

Puja Shopping Special Bus will run in Kolkata for weekend | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 5, 2022 6:11 pm
  • Updated:September 5, 2022 7:22 pm  

নব্যেন্দু হাজরা: খাতায় কলমে দুর্গাপুজো (Durga Puja 2022) আসতে বাকি এখনও ২৫ দিন বাকি। করোনা কালের বিধিনিষেধ কাটিয়ে দু’বছর পর এবার স্বমহিমায় পালিত হবে দুর্গোৎসব। স্বাভাবিকভাবেই ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কেনাকাটি করতে দোকান বাজারে ভিড় জমাচ্ছে আমজনতা। শনি এবং রবিবার সেই ভিড় আরও বাড়ছে। সপ্তাহন্তের সেই ভিড় সামাল দিতে আগেই অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এবার সপ্তাহন্তে চলবে অতিরিক্ত সরকারি স্পেশ্যাল বাসও (Shopping Special Bus)। এমনই জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

১০ সেপ্টেম্বর থেকে মহালয়ায় দিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি শনি, রবি ও সরকারি ছুটির দিন চলবে অতিরিক্ত বাস। বেলা বারোটা থেকে রাত ন’টা পর্যন্ত শহরের জনপ্রিয় পুজো শপিং ডেস্টিনেশন ছুঁয়ে ন’টি রুটের স্পেশ্যাল নন এসি বাস চলবে। ভাড়া সাধারণ বাসের মতোই। পুজোর আগে মোট ৬ দিন মিলবে এই পরিষেবা। বাসের সামনে লেখা থাকবে ‘পুজো শপিং স্পেশ্যাল’, ফলে আমজনতার বুঝতে সুবিধা হবে।

Advertisement

[আরও পড়ুন: ‘কেউ ১০০% নিয়ন্ত্রণ করতে পারে না, ভগবানও নয়’, নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর]

কোন কোন রুটে চলবে এই বাসগুলি?

এসপ্ল্যানেড চত্বর

  • এসপ্ল্যানেড-হাওড়া রুটে (আর আর অ্যাভিনিউ-রাজভবন-বিবাদি বাগ-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ পূর্ব) ৬ বার যাতায়াত করবে বাসটি।
  • এসপ্ল্যানেড-ডানলপ রুটে (সিআর অ্যাভিনিউ-সেন্ট্রাল মেট্রো-গিরিশ পার্ক-বিবেকানন্দ রোড-হাতিবাগান-শ্যামবাজার-বিটি রোড-সিঁথি) ৩ বার যাতায়াত করবে সরকারি স্পেশ্যাল বাসটি।

শ্যামবাজার চত্বর

  • শ্যামবাজার-বারাকপুর কোর্ট রুটে (বিটি রোড-চিড়িয়ামোড়-রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়-সিঁথি-ডানলপ-টিটাগড়-সোদপুর) চলবে ২ বার।

গড়িয়াহাট চত্বর

  • গড়িয়াহাট-হাওড়া স্টেশন রুটে (দেশপ্রিয় পার্ক-রাসবিহারী ক্রসিং-হাজরা-এক্সাইড-পার্ক স্ট্রিট মেট্রো- মেয়ো রোড-আকাশবানী) চলবে ৩ বার।
  • গড়িয়াহাট-পর্ণশ্রী রুটে (দেশপ্রিয় পার্ক-রাসবিহারী-টালিগঞ্জ ফাঁড়ি-তারাতলা) চলবে ৩ বার।
  • গড়িয়াহাট-বেহালা চৌরাস্তা রুটে (দেশপ্রিয় পার্ক-চেতলা-তারাতলা) চলবে ৩ বার।
অলঙ্করণ: অর্ঘ্য চৌধুরী।

[আরও পড়ুন: বড় স্বস্তি অভিষেকের, বিদেশযাত্রায় বাধা নেই, ইডির মামলায় রায় সুপ্রিম কোর্টের]

পুজোর কেনাকাটায় বের হওয়া শহরবাসীর যাতায়াতকে সহজ করতে অতিরিক্ত মেট্রোও চালাচ্ছে কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে,৩ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে এই পরিষেবা। মিলবে মহালয়া অর্থাৎ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। সাধারণত শনিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ২৩৪টি মেট্রো চলে। এবার আপ-ডাউনে চলবে ২৮২টি মেট্রো। রবিবার চলত ১৩০ টি মেট্রো। এবার চলবে ১৬২টি মেট্রো। দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমবে। ফলে সপ্তাহন্তে মেট্রোয় ভিড় কিছুটা কমবে। পাশাপাশি সুবিধা হবে যাত্রীদের। তবে মেট্রো পরিষেবা শুরু এবং শেষের সময়ে কোনও পরিবর্তন আপাতত হচ্ছে না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement