Advertisement
Advertisement

বেদম পিটুনি দ্বাদশ শ্রেণির ছাত্রকে, মৃত্যু

তার বাড়ি ওই এলাকাতেই৷ অভিযোগ, এলাকারই এক ব্যক্তির বাড়ি়তে রোজ রাতে কেউ ঢিল মারে৷ গত ২ তারিখ রাতেও একই ঘটনা ঘটে৷ সেই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিল দ্বাদশ শ্রেণির ছাত্র অনিরুদ্ধ৷ তাকে দেখে এলাকাবাসী মনে করে ঢিল মেরেছে ওই ছাত্রই৷

public beat student of class 12, he died
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2016 4:18 pm
  • Updated:June 8, 2016 4:22 pm  

স্টাফ রিপোর্টার: খাস কলকাতায় এবার পিটিয়ে খুন দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে৷ ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার হরিহরপাড়ায়৷ মৃত ছাত্রের নাম অনিরুদ্ধ বিশ্বাস৷
তার বাড়ি ওই এলাকাতেই৷ অভিযোগ, এলাকারই এক ব্যক্তির বাড়ি়তে রোজ রাতে কেউ ঢিল মারে৷ গত ২ তারিখ রাতেও একই ঘটনা ঘটে৷ সেই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিল দ্বাদশ শ্রেণির ছাত্র অনিরুদ্ধ৷ তাকে দেখে এলাকাবাসী মনে করে ঢিল মেরেছে ওই ছাত্রই৷ শুরু হয় বেদম মার৷ স্থানীয় বাসিন্দাদের মারের চোটে সংজ্ঞাহীন হয়ে পড়ে সে৷ তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ গতকাল রাতে সে মারা যায়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement