গেটের সামনে চলছে বিক্ষোভ-অবস্থান। ছবি - শুভজিৎ মুখোপাধ্যায়
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে বিক্ষোভ চলছে। ক্যাম্পাসের গেট আটকে রাস্তার সামনে বিক্ষোভে পড়ুয়ারা। অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে জোরালো হচ্ছে প্রতিবাদ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশাল সংখ্যায় গিরিশ পার্ক থানার পুলিশ মোতায়েন আছে। কলকাতা হাই কোর্টের নির্দেশ অস্থায়ী উপাচার্যকে নিরাপত্তা দেবে পুলিশ। প্রয়োজনে এসকর্ট করে তাঁকে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
সোম ও মঙ্গলবার জোড়াসাঁকো ক্যাম্পাসে অস্থায়ী উপাচার্যের বিরুদ্ধে জোরালো বিক্ষোভ শুরু হয়। গতকাল পড়ুয়াদের একটা অংশ উপাচার্যের ঘরের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উপাচার্যের ঘরের দরজায় তালাও মেরে দেওয়া হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস শুভ্রকমল মুখোপাধ্যায়কে অস্থায়ী উপাচার্যের পদে নিয়োগ করেছিলেন। অভিযোগ, কিন্তু তিনি চেয়ারে বসার পর থেকেই নিজের মতো করে কাজ চালাচ্ছেন। কারও কথা শোনা হচ্ছে না। ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, অধ্যাপক-অধ্যাপিকা থেকে অশিক্ষক কর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ।
এদিন সকাল থেকেও ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ, স্লোগানিং চলছে। পড়ুয়াদের পাশাপাশি বিক্ষোভে সামিল হয়েছেন অশিক্ষক কর্মীরাও। রাস্তার উলটো দিকেই প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন আছে। কোনও অশান্তি যাতে না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। যদিও বিক্ষোভকারীদের দাবি, তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। এদিনও অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে স্লোগানিং চলছে। এই পরিস্থিতিতে ক্যাম্পাসের মধ্যে উত্তেজনা রয়েছে।
কলকাতা হাই কোর্টের নির্দেশও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। যাতে অস্থায়ী উপাচার্য এবং রেজিস্টার বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন। গিরিশ পার্ক থানার ওসি এই বিষয়ে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কী পদক্ষেপ করেছে, রাজ্য এদিন হাই কোর্টে সেই বিষয়ে রিপোর্ট দেবে। সেই নির্দেশও দিয়েছে আদালত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.