ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকালের পর আজ মঙ্গলবারও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ অব্যাহত। এদিন সকাল থেকে জোড়াসাঁকো ক্যাম্পাসের ভিতর ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়াদের একাংশ। শুধু তাই নয়, অস্থায়ী উপাচার্যের ঘরের দরজার বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়া হয়। সেই ঘরের সামনে বসেই চলে বিক্ষোভ অবস্থান কর্মসূচি। অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় নিজের মতো করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। পড়ুয়াদের সঙ্গেও দুর্ব্যবহার করা হচ্ছে। এমনই অভিযোগ আরও একবার তোলা হয়েছে।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই অস্থায়ী উপাচার্যের বিরুদ্ধে ক্যাম্পাস চত্বরে ক্ষোভ দানা বাঁধছিল। গতকাল সোমবার জোড়াসাঁকো ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। অস্থায়ী উপাচার্যের বিরুদ্ধে শুরু হয় স্লোগানিং। ক্যাম্পাসের বাইরেও বিক্ষোভ চলতে থাকে। গতকাল অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় ক্যাম্পাসে এসে কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু এদিন তিনি ক্যাম্পাসে আসার আগেই জোরালো বিক্ষোভ শুরু হয়। আন্দোলনরত পড়ুয়ারা তাঁর ঘরের সামনে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভে বসেন। উপাচার্যের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভও দেখানো হয়। মুহূর্তে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর।
কিন্তু কেন এত ক্ষোভ ছড়িয়ে পড়ল অস্থায়ী উপাচার্যের বিরুদ্ধে? আন্দোলনকারীরা জানিয়েছেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস শুভ্রকমল মুখোপাধ্যায়কে অস্থায়ী উপাচার্যের পদে নিয়োগ করেছিলেন। অভিযোগ, কিন্তু তিনি চেয়ারে বসার পর থেকেই নিজের মতো করে কাজ চালাচ্ছেন। কারও কথা শোনা হচ্ছে না। ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, অধ্যাপক-অধ্যাপিকা থেকে অশিক্ষক কর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। গতকাল পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেসময় শুভ্রকমল মুখোপাধ্যায়ের নির্দেশে নিরাপত্তারক্ষীরা তাঁদের ক্যাম্পাসের বাইরে বার করে দরজায় তালা লাগিয়ে দিয়েছিলেন। এসব কিছুর প্রতিবাদে এদিন সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে জোড়াসাঁকো ক্যাম্পাস চত্বর। কেবল উপাচার্যের ঘরের সামনেই নয়, বিশ্ববিদ্যালয়ের বাইরের দুটি দরজাতেও বিক্ষোভ চলছে। যতক্ষণ এই সমস্যার সমাধান না হবে, আন্দোলন চলবে। এমনই দাবি করেছেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসের অশিক্ষক কর্মীরাও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন বলে খবর।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এই সমস্যা দীর্ঘদিনের। ২০২৩ সাল থেকে এখানকার ভারপ্রাপ্ত উপাচার্য প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়। রেজিস্ট্রারও অস্থায়ী। আর তাতেই পড়ুয়াদের অভিযোগ, নিজেদের মতো করেই বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন তাঁরা। তাতে আসল পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে। মাস খানেক আগে রবীন্দ্রভারতীর বিটি রোড ক্যাম্পাসেই বিক্ষোভ শুরু হয়েছিল। সেসময় দু, একবার উপাচার্যকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। বিক্ষোভকারীদের দাবি, স্থায়ী উপাচার্য, রেজিস্ট্রার নিয়োগ করতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.