Advertisement
Advertisement

ফের ভুল ঘোষণায় রণক্ষেত্র সোদপুর স্টেশন, শিয়ালদহ মেন লাইনে বন্ধ ট্রেন চলাচল

স্টেশনে ভাঙচুর নিত্যযাত্রীদের, ইটবৃষ্টি।

Protest in Sodepur rail station, train services hit
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 4, 2018 11:53 am
  • Updated:June 19, 2019 3:28 pm

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: ফের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ভুল ঘোষণা। ভরা অফিস টাইমে রণক্ষেত্রের চেহারা নিল শিয়ালদহ-কৃষ্ণনগর মেইন লাইনের সোদপুর স্টেশন। স্টেশন মাস্টার কেবিন, টিকিট কাউন্টারে ব্যাপক ভাঙচুর চালালেন নিত্যযাত্রীরা। স্টেশনে ইঁটবৃষ্টি, রেল অবরোধ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও সোদপুরে রেল অবরোধ চলছে। শিয়ালদহ মেইন লাইনে বন্ধ ট্রেন চলাচল। বিপাকে নিত্যযাত্রীরা।

[চিতায় সৎকার নয়, বাড়ির প্রাঙ্গণেই সমাধিস্থ করা হল ইরাকে নিহত খোকনকে]

Advertisement

ঘড়িতে তখন সকাল দশটা। রোজকার মতোই সোদপুরে স্টেশনে অফিসযাত্রীদের ভিড়। সকলেরই গন্তব্য, শিয়ালদহ। নিত্যযাত্রীদের দাবি, স্টেশনে পাবলিক অ্যাড্রেস ঘোষণা করা হয়েছিল, দুই নম্বর প্ল্যাটফর্মে ডাউন গেদে লোকাল আসছে। ট্রেন ধরতে দুই নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে শুরু করেন যাত্রীরা। অভিযোগ, গেদে লোকাল নয়, সোদপুর স্টেশন এসে হাজির হয় একটি থ্রু ট্রেন। ঝড়ের গতিতে সেটি দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলে যায়। অল্পের জন্য বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পান যাত্রীরা। বলা ভাল, বরাতজোরে প্রাণে রক্ষা পান তাঁরা।  এরপরই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সোদপুর স্টেশন চত্বর। স্টেশন মাস্টারের কেবিন, টিকিট কাউন্টারের তুমুল ভাঙচুর চালান নিত্যযাত্রীরা। শুরু হয় ইটবৃষ্টি। একদল যাত্রী আবার রেললাইনে বসে পড়ে অবরোধ করেন। যাত্রী বিক্ষোভের জেরে সকালে ভরা অফিসে টাইমে শিয়ালদহ মেন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে আপ ও ডাউনের বিভিন্ন লোকাল ট্রেন। বিপাকে পড়ে যান নিত্যযাত্রীরা। শেষ খবর অনুযায়ী, সোদপুর স্টেশন এখনও অবরোধ চলছে। সকাল ১০টা থেকে শিয়ালদব মেন লাইনে বন্ধ ট্রেন চলাচল। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

[টাকা না পেয়ে প্রসূতিকে মারধর মাতৃযান চালকের, কোল থেকে ছিটকে পড়ল সদ্যোজাত]

তবে সোদপুর স্টেশনে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ভুল ঘোষণার অভিযোগ অবশ্য নতুন নয়। নিত্যযাত্রীদের দাবি, অনেক সময় ঘোষণা ঠিকমতো শোনাও যায় না। এর আগেও ভুল ঘোষণার কারণে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন নিত্যযাত্রীরা। বুধবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ধৈর্য্যের বাঁধ ভাঙে যাত্রীদের।

[ভোররাতে বিছানা থেকে তুলে যুবককে খুন, ব্যান্ডেলে চাঞ্চল্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement