Advertisement
Advertisement

Breaking News

কিশোর খুনে উত্তপ্ত মেটিয়াব্রুজ, গাড়ি-বাইকে আগুন, পালটা পুলিশের লাঠিচার্জ

৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Protest erupted in Metiabruz after boy allegedly killed
Published by: Paramita Paul
  • Posted:January 28, 2024 1:35 pm
  • Updated:January 28, 2024 2:14 pm  

নিরুফা খাতুন: কিশোর খুনের অভিযোগে উত্তপ্ত মেটিয়াব্রুজ। শনিবার সন্ধেয় ১৭ বছরের এক কিশোরকে খুন করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এর পরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকায়। মৃতদেহ রাস্তায় ফেলে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ পরিস্থিতি সামলাতে গেলে দুটি বাইক জ্বালিয়ে দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে RAF নামানো হয়। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত কিশোরের নাম শেখ সাগর। ১৭ বছরের কিশোর পেশায় দর্জি। মেটিয়াব্রুজ থানা এলাকায় মেরি রোড বেনে পুকুরের বাসিন্দা। অভিযোগ, তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেহ ময়নাতদন্ত থেকে ফেরার পরই রাস্তায় ফেলে বিক্ষোভ শুরু হয়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যায় পুলিশ। তাঁদেরও বিক্ষোভের মুখে পড়তে হয়। জ্বালিয়ে দেওয়া হয় বাইক। পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে খবর। 

Advertisement

[আরও পড়ুন: ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারির Horoscope: উন্নতির যোগ না সমস্যা বৃদ্ধি? জানুন রাশিফল]

পুলিশ সূত্রে খবর, তাদের দেখে ইট মারে এলাকার মানুষজন। পালটা উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশও লাঠিচার্জ করে। বেশ কয়েকজন আহত হন। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, মহিলাদেরও হেনস্তা করেছে পুলিশ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে RAF নামে। শেষপর্যন্ত পরিবারের অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্ত-শেখ শাকিল আহমেদ ওরফে রকি, শেখ সাবির আহমেদ ওরফে রনি, শেখ সোহেল আহমেদ ওরফে রোহনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন: ‘এ দেশের অন্যতম সেরা অভিনেত্রী, জানতাম যন্ত্রণায় আছে’, বন্ধু শ্রীলার স্মৃতিকথায় অঞ্জন দত্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement