স্টাফ রিপোর্টার: রাজ্যের নাম পরিবর্তন নিয়ে আজ বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য সরকার৷ পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই প্রস্তাব পেশ করবেন৷ প্রস্তাবের উপর বিধানসভায় দু’ঘণ্টা আলোচনা হবে৷ ফলে আজকের দিন বিধানসভায় ঐতিহাসিক দিন হিসাবেই পরিলক্ষিত হতে চলেছে৷
সরকারের বক্তব্য, বর্তমানে এই রাজ্য বাংলায় পশ্চিমবঙ্গ ও ইংরেজিতে ওয়েস্টবেঙ্গল নামে অভিহিত হয়ে আসছে৷ শুধুমাত্র ঐতিহাসিক কারণেই নয় উপরোক্ত নাম ব্যবহৃত হওয়ার কারণে সমস্তরকম প্রশাসনিক কাজে অসুবিধা পরিলক্ষিত হচ্ছে৷ বাংলা নামের সঙ্গে সংগতি রেখে ইংরেজি ভাষায় তার লিখন ও উচ্চারণ হওয়া বাঞ্ছনীয়৷ সেহেতু রাজ্যের নাম বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ প্রচলন করা দরকার৷
২৬ আগস্ট গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে ছাত্ররাই ‘গণভোট’-র মাধ্যমে জানিয়ে দেয়, রাজ্যের নাম হোক ‘বাংলা’৷ রাজ্যের বিশিষ্ট মানুষদেরও মত, রাজ্যের নাম ‘বাংলা’ হোক৷ তবে, নাম পরিবর্তনের কোনও যৌক্তিকতা নেই বলে সমালোচনার সুর চড়িয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস৷ বিরোধী দলনেতা আবদুল মান্নান জানিয়েছেন, “উন্নয়নটাই গুরুত্বপূর্ণ৷ তার জন্য রাজ্যের নাম বদলের দরকার হয় না৷ আর বাংলা হলে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জাতীয় সংগীতের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.