ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৫ পর্যটকের। আহত বহু। ভূস্বর্গের রক্তস্রোতকে ঘিরে শঙ্কিত গোটা দেশ। এই পরিস্থিতিতে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দাবি করলেন, নিরাপত্তার বড়সড় ব্যর্থতার কারণেই এই হামলা। তাঁকে বলতে শোনা গেল, ”বিজেপির হাতে দেশের সীমান্ত যে নিরাপদ নয়, অভ্যন্তরীণ নিরাপত্তাতেও তারা ব্যর্থ- সেটা প্রমাণ হয়ে গেল। পূর্ণাঙ্গ তদন্ত চাই।”
এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ”উদ্বেগজনক! আশা করি প্রপার ট্রিটমেন্ট হবে। কিন্তু যাত্রীদের জন্য কাশ্মীর খুলে দেওয়া হল, সেখানে এভাবে গুলি! এটা তো নিরাপত্তার বড়সড় ব্যর্থতা। কেন্দ্র সরকার করছে কী? এটা তো নরেন্দ্র মোদির সুরক্ষা দেওয়া কথা। এর আগে পুলওয়ামা দেখেছি।”
পরে তিনি জানান, ”আমরা এটা নিয়ে রাজনীতি করতে চাই না। কিন্তু কী করে হল? সব দিক খতিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত দরকার। জঙ্গিরা করল নাকি হামলা দেখানোর জন্য করা হল, দেখা দরকার। কেন্দ্র কী করছিল? সীমান্ত দিয়ে ঢুকল কী করে? এনআইএ, সিবিআই হবে না? মহিলা কমিশন যাবে না? পশ্চিমবঙ্গ নিয়ে বড় বড় কথা বলতে আসেন, এখানে ঘটনা ঘটিয়ে দেখান। কাশ্মীরটা দেখা এবার। কেন্দ্র সরকারকে কৈফিয়ত দিতে হবে। বিজেপির হাতে দেশের সীমান্ত যে নিরাপদ নয়, অভ্যন্তরীণ নিরাপত্তাতেও তারা ব্যর্থ সেটা প্রমাণ হয়ে গেল। পূর্ণাঙ্গ তদন্ত চাই।” তাঁর প্রশ্ন, ”যারা হামলা করল তারা কারা? জঙ্গিরা তো নির্বিচারে গুলি চালায়। তারা নাম-পরিচয় জেনে গুলি চালাচ্ছে! তাহলে ধর্মীয় বিভেদ উসকে দেওয়ার প্লট আছে কিনা জানা দরকার।”
প্রসঙ্গত, গত কয়েক বছরে উপত্যকায় সন্ত্রাসবাদের থাবা ক্রমেই আলগা হচ্ছে বলে মোদি সরকার দাবি করে। কিন্তু সম্প্রতি কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহাকে দাবি করতে দেখা গিয়েছে, উপত্যকায় সন্ত্রাসী কার্যকলাপ দিনদিন বাড়ছে। যা খুবই উদ্বেগের বিষয়। এর মধ্যেই এবার ফের জম্মু ও কাশ্মীরে চাঞ্চল্য ছড়াল জঙ্গি হামলায়।
এদিকে এই জঙ্গি হামলায় এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হামলায় নিহতদের পরিবারের উদ্দেশে আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি।
I am deeply anguished by the brutal terrorist attack in the Pahalgam region of Anantnag, Jammu & Kashmir.
My heartfelt condolences to the families of those who lost their lives, and prayers for the swift recovery of the injured.
This act of violence is utterly reprehensible and…
— Mamata Banerjee (@MamataOfficial) April 22, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.