Advertisement
Advertisement

আবাসনে বেআইনি নির্মাণের অভিযোগ, প্রমোটারকে মার বাসিন্দাদের

এখনও থানায় অভিযোগ দায়ের করেননি আবাসিকরা৷

Promoter thrashed in Dum Dum

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:November 16, 2018 5:35 pm
  • Updated:November 16, 2018 5:35 pm  

কলহার মুখোপাধ্যায়: আবাসনে বেআইনি নির্মাণের চেষ্টা করছিলেন প্রমোটার৷ তারই প্রতিবাদ করেছিলেন আবাসিকরা৷ তবে তাতে কান দেননি প্রমোটার৷ জোর করেই আবাসনের নির্মাণ কাজ শুরু করেছিলেন তিনি৷ তারই প্রতিবাদে প্রমোটারকে ঘিরে ধরে প্রথমে বিক্ষোভ ও পরে বেধড়ক মারধর করেন আবাসিকরা৷ এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠল দমদমের শ্যামনগর৷ বিক্ষোভ-মারধরের খবর পৌঁছায় দমদম থানার পুলিশের কাছে৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারমুখী আবাসিকদের হাত থেকে প্রমোটারকে উদ্ধার করে৷ এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়৷ তবে এই ঘটনায় এখনও থানায় কোনও অভিযোগ দায়ের করেননি আবাসিকরা৷

[‘ওটা রাবণ যাত্রা’! বিজেপির রথযাত্রা কর্মসূচিকে আক্রমণ মমতার]

দমদমের শ্যামনগরের ন্যাচারাল সিটি নামে আবাসনটি তৈরি করেছিলেন এই প্রহৃত প্রমোটার৷ বছর দুয়েক আগে হস্তান্তরিত হয় আবাসনটি৷ উপযুক্ত কাগজপত্র দেওয়া হয়নি, প্রমোটারের বিরুদ্ধে বারবারই এমন অভিযোগ তুলে সরব হন আবাসিকরা৷ কিন্তু তাতেও কোনও লাভ হয়নি৷ দিনকয়েক আগে ওই আবাসনের পার্কিং লটের কাছে একটি পাঁচিল তৈরির কাজ শুরু করেন প্রমোটার৷ এই ঘটনায় নতুন করে ক্ষোভ সঞ্চার হয়৷ রীতিমতো বিরক্ত হন আবাসিকরা৷ কাজে বারবার বাধা দেওয়ারও চেষ্টা করেন তাঁরা৷ প্রতিবাদীদের কপালে জোটে মারধর৷ আবাসিকদের অভিযোগ, নির্মাণের প্রতিবাদ করায় প্রমোটার বাড়িতে লোক পাঠিয়ে তাদের হুমকি দেয়৷ আবাসনের পার্কিং লটে নির্মাণের প্রতিবাদ করায় এক আবাসিককে বেধড়ক মারধর করে প্রমোটারের লোকজনেরা৷ এই নিয়ে অশান্তি চলছিলই৷

Advertisement

[রোজগারে টান, বেআইনি অটোর বিরুদ্ধে আন্দোলনে চালকদেরই একাংশ!]

শুক্রবার সকালে তা বড়সড় আকার নেয়৷ আবাসনের নিচে নিজের অফিসে আসেন প্রমোটার৷ ওই নির্মাণ নিয়ে প্রমোটারের সঙ্গে কথা বলতে যান আবাসিকরা৷ অভিযোগ, কথা চলাকালীন দু’পক্ষই উত্তেজিত হয়ে পড়ে৷ প্রমোটারকে ঘিরে ধরে প্রথমে বিক্ষোভ দেখান তাঁরা৷ এরপর শুরু হয় হাতাহাতি৷ প্রমোটারকে আবাসিকরা চড়-থাপ্পড় মারে বলেও অভিযোগ৷ ইতিমধ্যেই খবর পৌঁছয় দমদম থানায়৷ ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী৷ প্রমোটারকে উদ্ধার করে থানায় নিয়ে যান তাঁরা৷ যদিও আবাসিকরা এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের করেননি৷ আবাসিকদের মারধর করা বা কাগজপত্র না দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি প্রমোটারের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement