Advertisement
Advertisement

Breaking News

Chitpur

ফের প্রোমোটারের দাদাগিরি! চিৎপুরে মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

কাশীপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মহিলাকে মারধরের ঘটনা।

Promoter allegedly harassed woman in Chitpur

ফাইল ছবি।

Published by: Subhankar Patra
  • Posted:July 17, 2024 5:42 pm
  • Updated:July 17, 2024 8:19 pm  

অর্ণব আইচ: কলকাতার বুকে ফের প্রোমোটারের দাদাগিরি! চিৎপুরে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল স্থানীয় প্রোমোটার উত্তম হালদারের বিরুদ্ধে। প্রোমোটিং সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানাতে গেলে প্রথমে বচসা বাধে। বচসা গড়ায় হাতাহাতিতে। তার পরে মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ।

[আরও পড়ুন: মেয়ের বিরুদ্ধে চুরির অভিযোগে মা-বাবাকে নেড়া করে বাড়িছাড়া, তালিবানি কাণ্ড হাওড়ায়!]

মহিলার অভিযোগ, তাঁর বাড়ির পাশে প্রোমোটিংয়ের কাজ চলছে। সেখান থেকে রাতে মাঝে মধ্যেই তাঁর বাড়িতে টর্চের আলো ফেলা হচ্ছে। এছাড়াও তাঁর বাড়িতে চুরি হয়েছে। এই সব নিয়ে প্রতিবাদ জানাতে গেলে উত্তমের সঙ্গে বচসায় হয় মহিলার। উত্তেজিত হয়ে গালিগালাজ করতে থাকেন উত্তম। সেই বচসা গড়ায় হাতাহাতিতে। সেই সময় মহিলাকে মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে মহিলার দাবি। পুলিশে অভিযোগ জানানো হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ (Police)।

Advertisement

দিন কয়েক আগে কাশীপুরে এক প্রোমোটারকে মারধরের ঘটনা ঘটেছিল। সেই প্রোমোটারের অভিযোগ ছিল, অভিজিৎ মণ্ডল ওরফে রানা মেয়র পারিষদ অতীনের নাম করে তোলা চেয়েছিলেন। তা দিতে অস্বীকার করায় অফিসে এসে মারধর করেন রানা ও তাঁর দলবল।পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তার রেশ কাটতে না কাটতে আবার উত্তর কলকাতাতেই (North Bengal) মারধরের ঘটনা।

[আরও পড়ুন: নিরাপত্তা কর্মীকে সজোরে ধাক্কা! ফের বিতর্কে কালনা পুরসভার চেয়ারম্যান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement