সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুরে গভীর রাতে হস্টেলে প্রবেশাধিকার চেয়ে বিক্ষোভের পর এবার পড়ুয়াদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সঙ্গীতানুষ্ঠানে ছাত্রীর শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে পরিস্থিতি এমনই উত্তপ্ত হয়ে উঠল যে সঙ্গীতানুষ্ঠানই বাতিল করতে হল। অভিযোগ, বহিরাগতদের অভব্যতার শিকার হয়েছেন এক ছাত্রী। আর তা ঘিরে আইসি এবং এসএফআই-এর ঝামেলা পৌঁছে গেল একেবারে মঞ্চে। যার জেরে মঞ্চে উঠতে পারলেন না সঙ্গীতশিল্পীরা। শুক্রবার রাতে এই ঘটনার রেশ রইল শনিবারও। আপাতত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন শিকেয়।
সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট থেকে ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে, তা খানিকটা এরকম – ছাত্র সংগঠন আইসির তরফে নবীন বরণের অনুষ্ঠান ‘আইকন’ চলছিল শুক্রবার। স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্রী মঞ্জিষ্ঠা বসু পোস্টে অভিযোগ তুলেছেন, ওই অনুষ্ঠানের মাঝে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অহন কর্মকার ঢুকে গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর শ্লীলতাহানি করে। শুধু তাই নয়, মারধর করে মাইক্রোফোন কেড়ে নেওয়ার অভিযোগও ওঠে অহনের বিরুদ্ধে। তা নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয় যে মঞ্চে দুপক্ষের বাকবিতণ্ডা, হাতাহাতি শুরু হয়।
ঝামেলা আরও বাড়ে বিষয়টিতে রাজনৈতিক রং লাগার ফলে। আইসি-র তরফে অভিযোগ ওঠে, যাঁরা মাইক কেড়ে মারধর করেছিলেন, তাঁরা এসএফআইয়ের সদস্য। অন্যদিকে ‘আইকন’ অনুষ্ঠানে গান শোনাতে এসেছিলেন সঙ্গীতশিল্পী পটা ওরফে অভিজিৎ বর্মণ ও তাঁর দলবল। মঞ্চের উপরই ছাত্রছাত্রীদের এসব গন্ডগোলের জেরে তাঁরা গানও গাইতে পারেননি। ফিরে যেতে হয়। শুক্রবার রাতভর এনিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছিল তপ্ত।শনিবারও থমথমে প্রেসিডেন্সি। বহিরাগত প্রবেশ নিয়ে ফের প্রশ্ন উঠছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.