Advertisement
Advertisement
Priyanka Gandhi

আচমকা কলকাতায় প্রিয়াঙ্কা গান্ধী, কারণ ঘিরে জল্পনা

প্রিয়াঙ্কার শহরে আসার নেপথ্যে তিনটি কারণ থাকতে পারে।

Priyanka Gandhi to visit Kolkata today | Sangbad Pratidin

কলকাতায় প্রিয়াঙ্কা গান্ধী। নিজস্ব চিত্র।

Published by: Subhajit Mandal
  • Posted:February 14, 2024 1:54 pm
  • Updated:February 14, 2024 4:19 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সরস্বতী পুজোর দিন দুপুরে আচমকা শহরে এলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। বুধবার দুপুর তিনটে ১০ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে নামেন প্রিয়াঙ্কা। ঠিক কেন হঠাৎ প্রিয়াঙ্কার রাজ্যে আগমন সেটা এখনও স্পষ্ট নয়।

গত বেশ কয়েকদিন প্রিয়াঙ্কাকে তেমন সক্রিয়ভাবে দেখা যায়নি। বলা ভালো, দীর্ঘদিন অন্তরালে ছিলেন। এমনকী, রাহুল গান্ধীর (Rahul Gandhi) ন্যায় যাত্রাতেও দেখা যায়নি তাঁকে। দাদা রাহুলের সঙ্গে তাঁর মনোমালিন্য নিয়েও জল্পনা ছড়িয়েছিল। তবে সেসব জল্পনা উড়িয়ে বুধবারই সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) রাজ্যসভার মনোনয়ন জমা দেওয়ার সময় জয়পুরে উপস্থিত ছিলেন। জয়পুর থেকেই সরাসরি কলকাতায় এসেছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: বিরতির পর ফের শুরু কৃষক বিক্ষোভ, ‘আলোচনাতেই হবে সমাধান’, দাবি অনুরাগ ঠাকুরের]

কিন্তু কেন হঠাৎ প্রিয়াঙ্কার রাজ্যে আগমন? প্রদেশ নেতারাও খানিক অন্ধকারে। সূত্রের খবর,  শহরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। বালিগঞ্জে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানেই যোগ দেবেন প্রিয়াঙ্কা। তবে তাঁর আর কোনও রাজনৈতিক কর্মসূচি আছে কিনা স্পষ্ট নয়।

[আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদে প্রথমবার পুজো দিলেন যোগী, ভিডিও ভাইরাল]

এর বাইরে প্রিয়াঙ্কার রাজ্যে আগমনের নেপথ্যে রাজনৈতিক কারণও থাকতে পারে। রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট ভেঙে গিয়েছে। লোকসভায় (Lok Sabha Elections 2024) কীভাবে লড়াই করা হবে, সেটা নিয়েও ধন্দে রয়েছেন প্রদেশ নেতারা। এই অবস্থায় প্রিয়াঙ্কা এসে তাদের পেপটকও দিতে পারেন। আরও একটা সম্ভাবনা রয়েছে। এদিকে গত প্রায় এক সপ্তাহ ধরে উত্তপ্ত সন্দেশখালি। প্রিয়াঙ্কা হঠাৎ সেখানেও যেতে পারেন। কংগ্রেসের শীর্ষ নেত্রী হঠাৎ সন্দেশখালি চলে গেলে, সেটা রাজ্য এবং জাতীয় রাজনীতিতে চমকপ্রদ হতে পারে।  এবার প্রথম লোকসভায় লড়বেন গান্ধী পরিবারের সদস্যা। তার আগে কলকাতায় কালীঘাটে পুজো দিতেও আসতে পারেন প্রিয়াঙ্কা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement