Advertisement
Advertisement

Breaking News

Hiran Chatterjee

টাকার বিনিময়ে ‘স্কচ’ পুরস্কার রাজ্যের! ‘ভিত্তিহীন’ মন্তব্যে স্বাধিকার ভঙ্গের নোটিস হিরণকে

'স্কচ' পুরস্কার নিয়ে নিজের মন্তব্যের সপক্ষে প্রমাণ দিতে হবে খড়গপুরের বিধায়ক হিরণকে, দাবি চন্দ্রিমা ভট্টাচার্যের।

Priviledge motion introduced against Hiran Chatterjee in assembly, West Bengal
Published by: Sucheta Sengupta
  • Posted:February 20, 2025 3:06 pm
  • Updated:February 20, 2025 3:52 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: শুভেন্দু অধিকারীর পর এবার হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হল বিধানসভায়। রাজ্য সরকারের প্রাপ্ত ‘স্কচ’ পুরস্কার নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই নোটিস আনেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ১৯ তারিখ অর্থাৎ বুধবার বিধানসভায় দাঁড়িয়ে হিরণ মন্তব্য করেছিলেন, অর্থের বিনিময়ে রাজ্য সরকার একের পর এক ‘স্কচ’ পুরস্কার পেয়েছে। এই মন্তব্য আপত্তিজনক বলে সরব হন শাসকদলের বিধায়করা। বৃহস্পতিবার তার পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা ভট্টাচার্য নোটিস এনে দাবি করেন, হিরণ যে মন্তব্য করেছেন, তার সপক্ষে তাঁকে নথি জমা দিতে হবে। সেইমতো স্পিকার বিজেপির তারকা বিধায়ককে সতর্ক করেছেন বলে খবর।

বিগত কয়েক বছর ধরে রাজ্য সরকারের একাধিক দপ্তর কাজের স্বীকৃতি হিসেবে অনেকগুলি ‘স্কচ’ পুরস্কার এসেছে রাজ্যের ঝুলিতে। ২০২২ সাল থেকে হিসেব করলে তা প্রায় ৪০টি। তবে সবকটি পুরস্কারই রাজ্য সরকার টাকার বিনিময়ে পেয়েছে বলে বিধানসভায় বুধবার অভিযোগ তোলেন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, CAG রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে রেজিস্ট্রেশনের নামে টাকা ওই দিয়েছে রাজ্য। একটি RTI-এর ভিত্তিতে এই তথ্য সামনে এসেছে। তবে শুধু পশ্চিমবঙ্গই নয়, উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধেও অর্থের বিনিময়ে ‘স্কচ’ পুরস্কার প্রাপ্তির অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ‘স্কচ’ পুরস্কার প্রদানকারী সংস্থার দুর্নাম রয়েছে যে অর্থের বিনিময়ে পুরস্কার দেওয়া হয়।

Advertisement

তবে বুধবার হিরণ চট্টোপাধ্যায় অর্থের বিনিময়ে পুরস্কারের বিষয়টি উত্থাপন করেন বিধানসভা অধিবেশনে। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার টাকার বিনিময় সমস্ত ‘স্কচ’ পুরস্কার পেয়েছে। দাবি করেন, তাঁর কাছে সমস্ত তথ্য আছে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনেন। তা নিয়ে হিরণের জবাব, ”লিখিত জবাব চাইলে দেব, সব প্রমাণ আছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub