নব্যেন্দু হাজরা: ডিজেলের দাম কমানো, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম মকুব, ইএমএই ছাড়-সহ একাধিক দাবিতে এবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) দ্বারস্থ হলেন বেসরকারি বাস মালিকরা। মঙ্গলবার জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে। একাধিক দাবি সম্বলিত এই চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরেও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
বাস মালিকদের কথায়, “রাজ্যের কাছে একাধিকবার আবেদন করেও ভাড়া বৃদ্ধি হয়নি। বাসমালিকদের সমস্যার কথা ভাবছে না। ডিজেলের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় রাস্তায় বাস নামানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে। বাস শিল্পটাই ক্রমশ উঠে যাওয়ার পথে।” তাই বেসরকারি বাসকে বাঁচাতেই রাজ্যপালের দ্বারস্থ বাস মালিকরা। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা অনেকদিন ভরসা করলাম কিন্তু রাজ্য আমাদের ভাড়া বৃদ্ধির দাবি মানেনি। তাই বাধ্য হয়েই রাজ্যপালের দ্বারস্থ হয়েছি। যাতে কিছু জিনিস উনি মকুব করতে পারেন।”
প্রসঙ্গত, করোনা সংক্রমণ রুখতে লকডাউন জারি হওয়ায় দীর্ঘদিন সম্পূর্ণ বন্ধ ছিল গণপরিবহণ। পরবর্তীতে আনলক পর্যায়ে ধীরে ধীরে রাস্তায় নামে অটো-সরকারি বাস। তবে সেক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছিল যাত্রী সংখ্যা। সেইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছিল যে, ভাড়া একই রাখতে হবে। কম যাত্রী নিয়ে পুরনো ভাড়ায় লাভ কিছুই হবে না, একথা জানিয়ে একাধিকবার ভাড়া বৃদ্ধির দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন বেসরকারি বাস মালিকরা। তবে পরবর্তীতে রাজ্যের নির্দেশে পুরনো ভাড়াতেই রাস্তায় নামে বেসরকারি বাস। কিন্তু বাস নামালেও এরপরই একাধিকবার ভাড়া বৃদ্ধি-সহ বিভিন্ন দাবি জানিয়েছিলেন মালিকরা। দাবি মানা না হলে বাস তুলে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। কিন্তু তাতেও সিদ্ধান্ত বদল করেনি সরকার। সেই কারণেই এবার রাজ্যপালের দ্বারস্থ বাস মালিকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.