দীপঙ্কর মণ্ডল: অমিত শাহের বঙ্গ সফরের পরই রাজ্যপালের গলায় সোমবারই শোনা গিয়ে সোনার বাংলা গড়ার ডাক। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও রাজ্যের সঙ্গে সংঘাতে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। শিক্ষাক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণ নিয়ে বিরক্তি প্রকাশ করে তোপ দাগেন তিনি।
রাজ্যের শিক্ষাব্যবস্থার বর্তমান হালহকিকত সম্পর্কে জানতে মঙ্গলবার রাজভবনে শিক্ষাসচিবকে তলব করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে নির্ধারিত সময়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেননি শিক্ষাসচিব মণীশ জৈন (Manish Jain)। তিনি দাবি করেন, অনুমতি না মেলায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে পারলেন না। আর চিঠিতে সাক্ষাৎ না হওয়ার কারণ দেখেই অগ্নিশর্মা রাজ্যপাল জগদীপ ধনকড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে একটি টুইটও করেন রাজ্যপাল। শিক্ষাক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণ নিয়ে উষ্মাপ্রকাশ করেন।
LAW UNTO ONESLEF stance @MamataOfficial in handling education issues is shocking. Principal Secretary, Higher Education Department, Shri Manish Jain, IAS declines to update statting “I sought permission from higher authorities on the above, but I have not been permitted to come” pic.twitter.com/Ek1YVubZIo
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 22, 2020
দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিকবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রশাসনিক এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সুর চড়িয়েছেন তিনি। একাধিক ইস্যুতে ক্ষোভপ্রকাশ করে টুইট করেছেন রাজ্যপাল। তবে তাতেও শুধু থেকে থাকেননি তিনি। কখনও আবার পত্রবোমাও নবান্নে পাঠিয়েছেন। পরিমাণে অনেক কম হলেও পালটা তার জবাবি চিঠিও পেয়েছেন। যদিও তাতেও সন্তুষ্ট হননি ধনকড়। সম্প্রতি রাজ্যের সাংবিধানিক সংঘাত নিয়ে দুশ্চিন্তাও প্রকাশ করেছেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচন আদৌ কতটা শান্তিপূর্ণ এবং অবাধ হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেন রাজ্যপাল। তার রেশ কাটতে না কাটতেই আরও একবার রাজ্যের শিক্ষাসচিবের সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভপ্রকাশ করলেন ধনকড়। তার ফলে রাজ্য-রাজ্যপালের সম্পর্কের যে আরও অবনতি হল, তা বলাই যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.