ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সংশোধিত নাগরিকত্ব আইন বাতিল করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাজভবন থেকে বের হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন তিনি। এর পাশাপাশি রাজ্যের বকেয়া টাকা তাড়াতাড়ি মেটানোর জন্য নরেন্দ্র মোদিকে তিনি অনুরোধ করেছেন বলেও জানান।
#WATCH: PM Narendra Modi meets West Bengal CM Mamata Banerjee in Kolkata. The Prime Minister is in Kolkata to take part in 150th anniversary celebrations of the Kolkata Port Trust. pic.twitter.com/6r6ghcLlSu
— ANI (@ANI) January 11, 2020
পোর্ট ট্রাস্টের ১৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শনিবার বিকেলে কলকাতায় আসেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়-সহ অন্যরা। এরপর সোজা রাজভবনে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁর সঙ্গে ২২ মিনিট বৈঠক করেন।
আর এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে CAA ও NRC বাতিল করার আবেদন জানিয়েছে। এর পাশাপাশি রাজ্যের বকেয়া থাকা ২৮ হাজার কোটি টাকা যাতে দ্রুত আমাদের হাতে তুলে দেওয়া হয় তা নিয়ে অনুরোধ করেছি। কথা হয়েছে বুলুবলের ক্ষতিপূরণ নিয়েও। সব মিলিয়ে ৩৮ হাজার কোটি টাকা পাব আমরা। সমস্ত কথা শোনার পর প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন, সংশোধিত নাগরিকত্ব আইনের বিষয়টি নিয়ে দিল্লিতে আসতে। সেখানেই এনিয়ে উনি আমার সঙ্গে আলোচনা করবেন।’
West Bengal: PM Narendra Modi meets CM Mamata Banerjee in Kolkata. The PM is in Kolkata to take part in 150th anniversary celebrations of the Kolkata Port Trust. pic.twitter.com/gzm2ohEZ9U
— ANI (@ANI) January 11, 2020
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.