গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টে স্বস্তি ভাটপাড়া পুরসভার উপ পুরপ্রধান দেবজ্যোতি ঘোষের। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাকারীর থেকে ১৫ হাজার টাকা জরিমানাও করেছেন তিনি।
দেবজ্যোতি ঘোষ ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান। অভিযোগ, তিনি অষ্টম শ্রেণি পাশ করেও প্রাথমিক শিক্ষক পদে চাকরি করছেন। আবার পর্ষদের আপিল কমিটিতেও ছিলেন তিনি। এই মর্মে দেবজ্যোতি ঘোষের বিরুদ্ধে কোয়েনা দে নামে এক মহিলা মামলা দায়ের করেন। ওই অভিযোগ পাওয়ার পর ১৬ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার সশরীরে কলকাতা হাই কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সেই মতো শুক্রবার হাই কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দেন দেবজ্যোতি। মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, চাকরির নিয়োগপত্র, ডিএলএইড এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথিপত্র আদালতে জমা দেন। আদালতে দাঁড়িয়ে খোদ দেবজ্যোতি দাবি করেন, “আমার কোনও পাসপোর্ট নেই।” দেবজ্যোতি ঘোষের আইনজীবী শান্তনু মিত্র জানান, “যিনি মামলাকারী তাঁকে চিনি না। এর পিছনে কে আছেন দেখা হোক। মামলাকারী যে অভিযোগ করছেন তার কি অধিকার আছে? ক্ষতিপূরণ নেওয়া হোক।”
নথিপত্র খতিয়ে দেখার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় মামলাকারীর উদ্দেশ্যে বলেন, “আপনি যে বলছেন তিনি মাধ্যমিক পরীক্ষা পাশ করেননি, এটা ভুল। মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, নিয়োগপত্র, ডিএলএইড ও উচ্চ মাধ্যমিক পাশ সংক্রান্ত যাবতীয় নথি আদালতে জমা দিয়েছেন দেবজ্যোতি।” এরপরই আদালতের তরফে কোয়েনা দে’র দায়ের করা মামলা খারিজ করে দেওয়া হয়। আদালতে ভুয়ো মামলা দায়ের করার অভিযোগে মামলাকারীর ১৫ হাজার টাকা জরিমানাও করেন বিচারপতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.