ছবি: প্রতীকী।
দীপালি সেন: এক বছরের ব্যবধানে ফের প্রাথমিক টেট পরীক্ষা নিতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সব ঠিক থাকলে ডিসেম্বরেই ফের টেট পরীক্ষা হতে পারে, এমনটাই খবর পর্ষদ সূত্রে।
NCTE গাইডলাইন অনুসারে, প্রত্যেক বছর একবার করে প্রাথমিকের টেট নিতে হবে। শেষবার ২০২২ সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষা হয়েছিল। তাতে কয়েক লক্ষ পরীক্ষার্থী অংশ নেন। প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী সেই টেটে উত্তীর্ণও হয়েছেন। তবে, সেই নিয়োগ প্রক্রিয়াও পড়েছে আইনি জটিলতায়। ২০২২ টেটের নিয়োগ প্রক্রিয়া এখনও এগোয়নি। এরই মধ্যে ফের টেট পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে পর্ষদ।
সূত্রের খবর, আগামী ডিসেম্বরেই প্রাথমিক টেট হতে পারে। ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে কোনও এক রবিবার প্রাথমিক টেট নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। সেক্ষেত্রে ১০ বা ১৭ তারিখ পরীক্ষা হতে পারে। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। শোনা যাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে টেটের বিজ্ঞপ্তি জারি হতে পারে।
পর্ষদ আইনি জটিলতা এড়িয়ে নিয়োগ করতে চায়। সেই মতোই টেট পরীক্ষা নেওয়া হবে। যদিও তাতে আইনি জটিলতা আছে। শেষবার প্রাথমিক টেট পরীক্ষা যখন হয়, তখন পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলেন বিএড পাশরাও। কিন্তু তারপর সুপ্রিম কোর্টের নির্দেশ, বিএড পাশরা আর টেট পরীক্ষা দিতে পারবেন না। এখন দেখার পর্ষদ ফের বিএডদের সুযোগ দেয় কিনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.