অর্ণব আইচ: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার আরও একজনের জামিন। বিশেষ শর্তসাপেক্ষে সিবিআইয়ের মামলায় হুগলির অয়ন শীলের জামিন মঞ্জুর করল সিবিআইয়ের বিশেষ আদালত। আগেই ইডির মামলায় জামিন মিলেছিল। এবার সিবিআইয়ের মামলায় জামিন হলেও এখনই তাঁর জেলমুক্তি হচ্ছে না। পুরনিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অয়ন শীল। সেই কারণে তাঁকে এখনও জেলে থাকতে হবে। শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতির যে কটি মামলা ছিল তাঁর বিরুদ্ধে, তার মধ্যে অধিকাংশতেই জামিন মিলেছে। আর একটি মামলায় জামিন হলেই সম্ভবত জেল থেকে বেরতে পারবেন অয়ন শীল।
শিক্ষা দু্র্নীতি মামলায় ইডি ও সিবিআই তদন্তে নামার পর ২০২৩ সালের মার্চ মাসে হুগলির অয়ন শীলকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক নিয়োগে উত্তরপত্র কারচুপির অভিযোগে নাম উঠেছিল তাঁর। হুগলিতে বসেই ওএমআর শিটে অয়ন শীল কারচুপি করেছিলেন বলে অভিযোগ ওঠে। তাঁকে গ্রেপ্তারির পর অনেক তথ্য হাতে আসে তদন্তকারীদের। এই মামলার জট ছাড়াতে অয়ন শীল যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেছিল সিবিআই, ইডি। তাঁকে জেরা করে আরও কয়েকজনের নাম উঠে আসে।
তবে ২০২৪ সালের ডিসেম্বরে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে জামিন দিয়েছিল কলকাতা হাই কোর্ট। পাসপোর্ট জমা, মোবাইল নম্বর দেওয়া, তদন্তে কেন্দ্রীয় সংস্থাকে সহযোগিতা-সহ একাধিক শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর হয়েছিল। তবে মাথার উপর সিবিআইয়ের মামলা থাকায় জেলবন্দিই ছিলেন তিনি। এবার শুক্রবার, ৭ মার্চ সেই মামলাতেও জামিন দিল বিশেষ সিবিআই আদালত। তবে এবারও রয়েছে বেশ কয়েকটি শর্ত। যেমন, ১ লক্ষ টাকার দুটি সিউরিটি বন্ড (৫০ হাজার টাকা করে) দিতে হবে অয়ন শীলকে। এছাড়া হুগলি, কলকাতা ও উত্তর ২৪ পরগনার বাইরে যেতে পারবেন না তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.