Advertisement
Advertisement
Primary Recruitment

প্রাথমিক নিয়োগ ২০২২: মামলাকারী ১২ জনের জন্য পৃথক মেধাতালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

সুপ্রিম কোর্টের নির্দেশে পর্ষদ মেধাতালিকা প্রকাশের পরদিনই হাই কোর্টে মামলা দায়ের হয়।

Primary Recruitment: Calcutta High Court orders for separate merit list for 12 aspirants of 2022 TET । Sangbad Pratidin

বিচারপতি রাজাশেখর মান্থা

Published by: Sayani Sen
  • Posted:February 2, 2024 3:29 pm
  • Updated:February 2, 2024 4:42 pm  

গোবিন্দ রায়: প্রাথমিক নিয়োগ ২০২২ নিয়ে নতুন মেধাতালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার। মামলাকারী ১২ জনের জন্য পৃথক মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন তিনি। পরীক্ষার নম্বরের ভিত্তিতে দেখা হবে তাঁরা প্যানেলে সুযোগ পান কিনা।

আদালতের পর্যবেক্ষণ, “প্রাথমিক পর্ষদকে নিয়োগে অনেক বাধা পেরতে হচ্ছে। তবুও একজন নাগরিককে সরকারি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা যায় না।” মামলাকারীদের জন্য পৃথক মেধাতালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। পরীক্ষার নম্বরের ভিত্তিতে দেখা হবে তাঁরা প্যানেলে সুযোগ পান কিনা। বিচারপতি বলেন, “মামলাকারীরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পর্ষদ তাঁদের নাম বাদ দিয়েছে। এই সিদ্ধান্ত অত্যন্ত রূঢ়।”

Advertisement

[আরও পড়ুন: মাধ্যমিকের প্রথম দিনেই ‘প্রশ্নফাঁস’! পরীক্ষা শুরুর পরই সোশাল মিডিয়ায় ভাইরাল ছবি]

উল্লেখ্য, ২০২২ সালে ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। ওই বছরই ডিসেম্বরে শুরু হয়ে গিয়েছিল ইন্টারভিউ প্রক্রিয়া। এই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাওয়ার আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ কিছু প্রার্থী। কারণ, তাঁরা ডিএলএড কোর্সে ভর্তি হলেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সময়ে মার্কশিট হাতে পাননি। সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই মামলাতেই প্রাথমিকের মেধাতালিকা প্রকাশের উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত।

অবশেষে গত সোমবার কেটেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের আইনি জটিলতা। ওইদিন প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করে ৯ হাজার ৫৩৩ জনকে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যা মেনে বুধবার প্রাথমিকের ২০২২-এর মেধাতালিকা প্রকাশ করে পর্ষদ। এক সপ্তাহের মধ্যেই মেধাতালিকাভুক্ত প্রার্থীরা নিয়োগপত্র পেয়ে যাবেন বলে জানান প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তবে তার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার মামলা দায়ের হয়।

মামলাকারীদের দাবি, বিএড ও ডিএলএড থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেয়নি পর্ষদ। বিএডে নম্বর বেশি থাকায় নিয়োগ প্রক্রিয়ার সময় বিএড ডিগ্রি দেখান মামলাকারীরা। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বিএড ডিগ্রিধারীদের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না বলে রায় দেয়। এমতাবস্থায় বিএডের পরিবর্তে ডিএলএড ডিগ্রি দেখাতে আবেদন করেন তাঁরা। প্রাথমিক শিক্ষা পর্ষদ তা মানতে না চাওয়ায় হাই কোর্টের দ্বারস্থ মামলাকারীরা। সেই মামলার পরিপ্রেক্ষিতেই নতুন মেধাতালিকা প্রকাশের নির্দেশ বিচারপতির।

[আরও পড়ুন: টানাপোড়েনে ইতি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ চম্পাই সোরেনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement